স্টাফ রিপোর্টার :
ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম বলেন, সমাজে মাদক বন্ধে সৃষ্টিশীল মেধা ও মনন বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে খেলাধুলাসহ সৃজনশীল প্রতিযোগীতার মাধ্যমে তরুণ সমাজকে নিয়োজিত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদককে শূণ্য সহনশীলতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। পুলিশ প্রশাসন এ ব্যাপারে একমত। তিনি পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সবার সহযোগিতা নিয়ে মাদককে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ মার্চ) পরশুরামে চেয়ারম্যান এন্ড মেয়র গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৌরভ হোসেন স্বপ্ন, মুরসালিন আহমেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন, সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন।
ফাইনাল খেলায় ফেনী ব্যাডমিন্টন ক্লাব চৌধুরী এন্টারপ্রাইজকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ফেনী জেলার ১৬টি দল অংশগ্রহণ করে।
শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









