সন্ত্রাসের অভয়ারণ্যকে রুখে দিয়ে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত আধুনিক উপজেলা বিনির্মাণে ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল গত পাঁচ বছর কাজ করেছেন। তিনি অপ্রতিদ্বন্ধি হিসেবে দ্বিতীয়বারের মতো এবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। দৈনিক অজেয় বাংলা একান্ত সাক্ষাতকারে তিনি শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করার অঙ্গীকার করেন। সাক্ষাতকারটি নিয়েছেন- দৈনিক অজেয় বাংলা সহসম্পাদক সুরঞ্জিত নাগ।
অজেয় বাংলা : বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন এতে আপনার অভিমত –
মেজবাউল হায়দার চৌধুরী : সন্ত্রাসের অভয়ারণ্যকে কাটিয়ে সাধারণ মানুষের আকাঙ্খা পূরণে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ছিনতাই ও ইভটিজিংমুক্ত উপজেলা গড়তে কাজ করেছি। ছাগলনাইয়া উপজেলা একসময়ে বিএনপি-জামায়াত অধ্যুষিত ছিল। বর্তমান সময়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠন সুসংগঠিত এবং শক্তিশালী। নিরলসভাবে কাজ করায় ছাগলনাইয়ায় আওয়ামী লীগ সমর্থক ও ভোট বেড়েছে। তাই দল সন্তুষ্ট হয়ে আমাকে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেন। পরবর্তীতে এলাকার উন্নয়ন ও শান্তির প্রশ্নে সবাই ঐকমত্যে পৌঁছে আমাকে সমর্থন দিয়েছেন। এছাড়া আমার দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ-তায়ালা, দলের সভানেত্রীসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ।
অজেয় বাংলা : গত পাঁচ বছর এলাকার জনগণের উন্নয়নে কি ভূমিকা রেখেছেন ?
মেজবাউল হায়দার চৌধুরী : আমি যখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই তখন এলাকার মানুষের সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যবসায়ীদেরকে চাঁদাবাজমুক্ত রাখতে কাজ করেছি। মা-বোনদের নির্বিঘেœ চলাফেরা নিশ্চিত করেছি। সার্বক্ষনিক মনিটরিংয়ের মধ্য দিয়ে কারো প্রতি অন্যায়-অবিচার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করেছি। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, পেশাজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তির উপজেলা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের কথা বলতে গেলে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিমাতাসুলভ আচরণ নয় খালেদা জিয়ার এলাকা বলে জনগণকে বঞ্চিত করেননি। সারাদেশের ন্যায় ছাগলনাইয়াও অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, পুল, কালভার্ট নির্মাণসহ শতভাগ বিদ্যুতায়ন করেছেন। দল সুসংগঠিত ও শক্তিশালী হওয়ায় উপজেলার প্রতিটি পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। এতে এলাকার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বস্তরের মানুষ সরকারের সবধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন।
অজেয় বাংলা : সফলতা ও ব্যর্থতাকে কাটিয়ে আগামী পাঁচ বছর এলাকার জনগণের জন্য
কি উন্নয়ন করবেন ?
মেজবাউল হায়দার চৌধুরী : আমি সফলতাকে অনুভূতি ও ব্যর্থতাকে প্রধান চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে কাজ করতে চাই। আগামী প্রজন্মকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার মানসে ছাগলনাইয়া সরকারী কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হবে। ব্যর্থতার মধ্যে ছাগলনাইয়ায় এখনও শিল্পনগরী গড়ে উঠেনি। সবাই অবগত আছেন দেশের শীর্ষ পর্যায়ে অবস্থানরত ছাগলনাইয়ার শিল্পপতি রয়েছেন। তাদের সমন্বয়ে অচিরেই শিল্প, কল-কারখানা গড়ে তোলা হবে। এলাকায় শিল্পায়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার মানুষের বেকারত্ব ঘুচবে। তন্মধ্যে ছাগলনাইয়াবাসীর প্রাণের দাবী মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী শুভপুর ব্রীজ ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। এছাড়া উপজেলার ঘোপালে মিজান বাঁধ নির্মিত হলে একটি গ্রামে নদীগর্ভে বিলীনের হাত থেকে রেহাই পাবে। এ প্রকল্পটিও পাশ করার লক্ষে কাজ করে যাচ্ছি।
অজেয় বাংলা : মাদক বন্ধ ও পরিহার করতে তরুণ সমাজসহ সামগ্রিকভাবে করণীয় কি ?
মেজবাউল হায়দার চৌধুরী : আমি দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বপ্রথম শতভাগ মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলনকে আরো জোরদার করবো। ইতোমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও এলাকার মানুষের সহযোগিতায় ৯০ ভাগ মাদকমুক্ত করতে আমরা সচেষ্ট হয়েছি। শতভাগ মাদকমুক্ত করতে পারলে ছাগলনাইয়া উপজেলা হবে সারা বাংলাদেশে মডেল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘শূণ্য সহনশীলতা’র একাত্মতা প্রকাশ করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব।
অজেয় বাংলা : আপনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলে সাধারণ জনগণ কতটুকু সেবা পাবে ?
মেজবাউল হায়দার চৌধুরী : মানুষের সেবা করা ইচ্ছার উপর নির্ভর করে। ভোটে নির্বাচিত না হলে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে যাবে। জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত, নিরাপদ সমাজব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। এসব সমস্যা সমাধানে আমি সর্বদা তৎপর। ‘কেউ যেন আঙ্গুল উঁচিয়ে বলতে না পারে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় আমরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি’। তাই জনগণের ‘নাড়ি’ বুঝে গুরুত্বের ভিত্তিতে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি কাজ করে যাবো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”