স্টাফ রিপোর্টার :
অবশেষে উচ্ছেদ হলো ফেনী শহরের রাজাঝির দিঘী পাড়ের অবৈধ স্থাপনা। শহরের সৌন্দর্যহানি ও নাগরিক জীবনের বিষফোঁড় হিসেবে বিবেচিত দিঘীর পাড়ের এ অবৈধ স্থাপনা উচ্ছেদে বিগত সাত বছর শহরবাসী কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিই শুনে আসছিল। বতর্মান জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের ফেনীতে যোগদানের পর শহরের সৌন্দর্যের পথে বড় অন্তরায় এবং নাগরিক জীবনের অস্বস্তি দিঘীর পাড়ের এ অবৈধ জঞ্জাল তাঁরও নজর এড়ায়নি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে প্রথম মতবিনিময় সভাতেই তিনি বিষয়টি উপস্থাপন করেন। সবাই যদি চান এবং সহযোগিতা করেন- তাহলে তিনি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে বলে দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি কথা রেখেছেন, অবশেষে উচ্ছেদ করলেন রাজাঝির দিঘীর পাড়ে বছরের পর বছর জেঁকে বসে থাকা অবৈধ স্থাপনা। শনিবার বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় প্লেঅর্ডার যন্ত্রদিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম বলেন, ফেনী জেলা প্রশাসনের সাহসী সিদ্ধান্তে শহরের সব শ্রেণিপেশার লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া উচ্ছেদের পর শতবছরের পুরোনো দিঘীকে ঘিরে বিনোদন স্পট করার যে উদ্যোগ নিয়েছে তার জন্য জেলা প্রশাসককে ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ মহতি উদ্যোগ যেন পূর্ণভাবে সফলতার মুখ দেখে। ফের যেন অবৈধ দখলদারদের কবলে ফিরে না যায় সে ব্যাপারে প্রশাসনের সজাগ থাকতে হবে।
তার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এসব অবৈধ দোকান মালিকদেরকে তাদের স্থাপনা ও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে মাইকযোগে প্রচার করা হয় এবং ১৬ ডিসেম্বরের মধ্যে সরিয়ে না নিয়ে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়।
তার আগে শুক্রবার রাজাঝি দিঘীর পাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে তাদের পুনর্বাসন সাপেক্ষে উচ্ছেদ না করার আবেদন জানায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে শহরের কেন্দ্রস্থল রাজাঝি দিঘীর সৌন্দর্য ও পরিবেশ বিনষ্টকারী এসব দোকান উচ্ছেদের জন্য মালিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বেশ কয়েক দফা বৈঠক শেষে এ উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, কিছু লোক অবৈধভাবে দিঘীর পাড় দখল করে দীর্ঘদিন দোকান নির্মাণ করে। এতে দিঘীর সৌন্দর্য নষ্ট ছাড়াও পরিবেশের ক্ষতি হয়েছে। এছাড়া পাড়ের সড়কও তাদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাফেরা করতে কষ্ট হয়েছে। রাজাঝির দিঘীর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে প্রাচীরসহ বাগান সৃজন, প্রশস্ত সড়ক নির্মাণের জন্য জলবায়ু তহবিল থেকে চার কোটি টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ফেনী পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”