স্টাফ রিপোর্টার :
ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া চাকুরি এনআরবি গ্লোবাল ব্যাংকের ট্রেইনি অফিসার পদে যোগ দিয়েছেন। সোমবার (৬ মেে) সকালে সোনাগাজীর ডাকবাংলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখায় কাজ শুরু করেন তিনি।
নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, তাঁর বোন নুসরাতকে অগ্নিসন্ত্রাস করে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পরিবারের সবসময় খোঁজ-খবর নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নোমানকে ব্যাংকে চাকুরি প্রদানের জন্য এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীকে ধন্যবাদ জানান।
গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই গেলে নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকে এই পদে চাকরি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নোমানের হাতে নিয়োগপত্র তুলে দেন শেখ হাসিনা।
প্রসঙ্গত; ৬ এপ্রিল সকালে মাদ্রাসাছাত্রী নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে তাঁকে মাদ্রাসার প্রশাসনিক ভবনের (সাইক্লোন শেল্টার) তৃতীয় তলার ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেন। নুসরাত অস্বীকৃতি জানালে তাঁর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শামীম, জাবেদসহ পাঁচজন। ওই সময় নিজেদের পরিচয় গোপন করতে শামীম, জাবেদসহ তিনজন পুরুষ হাত মোজা ও বোরকা পরেছিলেন। পাঁচজনের মধ্যে দুজন নারী ছিলেন।
অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি ১০ এপ্রিল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
নুসরাতকে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা সারা দেশে তুমুল আলোড়ন সৃষ্টি করে। এ হত্যা মামলায় এজাহারভুক্ত আটজনসহ ২১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮জন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। অধ্যক্ষ সিরাজসহ ৯জন আসামী ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”