স্টাফ রিপোর্টার :
ফেনীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ মে) দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন- ফেনীর ১৬ লাখ মানুষের সেবা করতে এসেছি। কথা নয়, কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেতে চাই। এক বছর না থেকে বাঘের মতো প্রয়োজনে একদিন থাকবো, তবুও কোনো অন্যায়ের কাছে মাথানত করবো না। তিনি বলেন, আমাকে এখন কেউ সুযোগ্য পুলিশ সুপার বলবেন না। আমি যদি ভালো কাজ করে থাকি যাওয়ার বেলায় ভালোবেসে পারলে একটি ফুল বাড়িয়ে দেবেন- এটাই হবে আমার বড় প্রাপ্তি।
তিনি বলেন, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে। কোথাও আইন-শৃঙ্খলা কিংবা শান্তিভঙ্গের উদ্রেক হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সাথে সাথে পুলিশকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। সন্ত্রাসী, জঙ্গি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, তাদের বিরুদ্ধে ফেনী পুলিশের জিরো টলারেন্স। অন্যায়কারীকে কোন ধরনের প্রশয় নয়। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি যেটুকু ক্ষুন্ন হয়েছে-কাজের মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী।
সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আয়োজিত সভায় বক্তব্য রাখেন- প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় সংবাদ ফেনী ব্যুরো চীফ বখতেয়ার মুন্না, দৈনিক সমকাল ফেনী প্রতিনিধি শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাসস ফেনী প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী, বাংলাভিশন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, এটিএন বাংলা ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান ও দৈনিক যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”