সুরঞ্জিত নাগ :
ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিন উল আহসান বলেছেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার নানা আয়োজনে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখছে। তাদেরকে খেলার মাঠে ব্যস্ত রাখছে। যেটি খুবই গুরুত্বপূর্ণ। এ প্রজন্মকে সঠিক পথে আনতে, সুস্থ মানবসম্পদে পরিণত করা খুবই প্রয়োজন। যেটা বর্তমান সরকারের আমলে এটি আমরা করতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ ব্যাডমিন্টন ২০১৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দেবময় দেওয়ান এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো, আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার।
এসময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, বাহার উদ্দিন বাহার, রিয়াদ চৌধুরী আহম্মদ আজিজ রাজীব, আমজাদ হোসেন বিপ্লব, দেলোয়ার হোসেন ডালিম, সজীব হাজারীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় চট্টগ্রাম বিভাগের ১০টি জেলা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়ে ফেনী জেলা দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
শেষে জেলা প্রশাসক বিকেএসপি অনুর্ধ্ব-১৪ তৃণমূল ক্রিকেট কাপে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন ফেনী জেলা দলের প্রত্যেক সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”