সুরঞ্জিত নাগ :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সদ্য সমাপ্ত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। যা দেশ-বিদেশেও সর্বজন স্বীকৃত। বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন এ নির্বাচন তাঁদের আংশিক বিজয়। বিএনপির অপরপক্ষ এ নির্বাচনের বিচার বিভীগীয় তদন্ত চায়। এতে বোঝা যায় বিএনপিতে ঐক্য নেই। তাই তারা নানা সুরে কথা বলছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই এক সুরে কথা বলে।
আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনোরূপ শিথিলতা নেই। আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি বৈশি^ক সমস্যা। বার্লিন, আমেরিকা, ফ্রান্সে এ ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তানে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা শক্তহাতে মোকাবেলা করে প্রশংসিত হয়েছে। দেশবাসীকে ঐকবদ্ধভাবে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।
তিনি ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে বলেন, দুই বছরে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান পিবিএল গত ৪ বছর ৪মাসে মাত্র ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। একটি প্যাকেজে তিনটি কাজের মধ্যে কুমিল্লার রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জেও কাজ একইধরনের ধীরগতি। কুমিল্লায় একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
ওই ঠিকদারী প্রতিষ্ঠান পিবিএল কাজ নেবে কমমূল্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা কোন কাজই সম্পন্ন করতে পারেনি। এছাড়াও তারা ময়মনসিংহ, কক্সবাজার, টেকনাফে কাজে সমস্যা করেছে। এ কারণে তাদের ফেনী ও কুমিল্লার রেলওয়ে ওভারপাস কাজ বাতিল করে অবশিষ্ট কাজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর প্রকৌশল বিভাগকে।
তিনি আশা করেন সেনাবাহিনী কাজটি যথাসময়ে সম্পন্ন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জুনায়েদ আহমদ, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, সাখাওয়াত হোসেন সাকা, জানে আলম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









