স্টাফ রিপোর্টার :
বিদায়ী ঘটনাবহুল-২০১৬। সু-স্বাগত – ২০১৭। তবে বিদায়ী বছরটি নানা কারণেই ফেনীবাসীর নিকট স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী বছরের শুরুটা যেমন হয়েছিল অপার সম্ভাবনার সুখবর নিয়ে, তেমনি বিদায়টাও ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে। ফেনীর সোনাগাজীতে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল- এই অপার অর্থনৈতিক সম্ভাবনার সুখবর নিয়ে যাত্রা শুরু করে বিদায়ী বছর ২০১৬। এখন সেখানে পুরোদমে এগিয়ে চলছে অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুত কেন্দ্র নির্মাণসহ অন্যান্য কার্যক্রম। ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভারের শুরু হয় নির্মাণ কাজ। জনপ্রশাসনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমাজের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের পুরুস্কৃত করতে ২০১৬ সালে সরকার চালু করে জনপ্রশাসন পদক। এ পদক চালুর প্রথম বছরেই বাজিমাত করে ফেনী। জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে পরিচালিত ‘মা ও শিশু স্বাস্থ্য’ বিষয়ক বিশেষ কর্মসূচি ‘ছনুয়া মডেল’ সফলভাবে বাস্তবায়ন হওয়ায় ২০১৬ সালে তৎকালীন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার মাহমুদ চৌধুরীসহ জেলা প্রশাসন ও পরিকল্পনা অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে জনপ্রশাসন পদক প্রদান করা হয়। জেলার ক্রীড়াঙ্গনেও রয়েছে প্রাপ্তির ঢেকুর। যুব বিশ্বকাপ ক্রিকেট দলে স্থান করে নেয় ফেনী ফ্রেন্ডশীপ ক্লাবের সাইফ।
বছর জুড়ে ফেনীবাসীর কৌতুহলী নজর ছিল ফেনী-২ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর এমপি পদ থাকা না থাকার বিষয়ে মামলার রায় নিয়ে। সর্বশেষ ৬ ডিসেম্বর এ নিয়ে উচ্চ আদালতের দুই বিচারক বিভক্ত আদেশ দেন। এতে করে নতুন বছরেও ফেনীবাসীর কৌতুহলী নজর এ মামলায় যে আটকে থাকবে- তা আর বলার অপেক্ষা রাখে না। সারা বছরজুড়ে নানা বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় ছিলেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্যাহ। পরশুরামে ইউএনওকে লাঞ্চিত করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। এ নিয়ে সারাদেশে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে মামলার প্রধান আসামী খায়রুল বাশার মজুমদার তপন আদালতে আত্মসমর্পন করতে বাধ্য হন। শহরের উকিলপাড়ায় দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা এবং ছনুয়ায় সৎ মায়ের হাতে সন্তান হত্যার মতো হৃদয়বিদারক নির্মম ঘটনারও স্বাক্ষী হয়ে থাকবে বিদায়ী বছর। বিদায়ী বছরটি এক কালো অধ্যায় হয়ে থাকবে ফেনীর সাংবাদিকতার ইতিহাসেও। সাংবাদিক নামধারী কতিপয় হীন স্বার্থন্বেষীর প্রত্যক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসী দ্বারা আক্রান্তের জের ধরে সারাবছর সিলগালা থাকে ফেনীর মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়নের স্মারক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত সুদীর্ঘ গৌরব ও ঐতিহ্যের লালিত প্রতিষ্ঠান ফেনী প্রেসক্লাব। ন্যাক্কারজনক এ ঘটনা ফেনীবাসীকে খুবই বিস্মিত ও মর্মাহত করে। ফেনীর রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের অন্দর মহলে দ্বন্ধ-অর্ন্তদ্বন্ধের বিষয়টিও ছিল বিদায়ী বছরে মানুষের মুখে মুখে।
তবে বিদায়ী বছরের লাভ-লোকসান, সাফল্য-ব্যর্থতা কিংবা প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষলে প্রাপ্তির পাল্লাটাই ভারী।
সবকিছুকে ছাপিয়ে বছর শুরুর মতো শেষটাও হয় দারুণভাবে। ফেনী শহরের সৌন্দর্যে কালিমা এবং নাগরিক জীবনে বিষফোঁড় হিসেবে খ্যাত রাজাঝি দিঘী পাড়ের দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে নাগরিক জীবনে ফিরে আসে স্বস্তি। জলবায়ু তহবিলের বরাদ্দকৃত চার কোটি টাকায় রাজাঝির দিঘীকে গড়ে তোলা হবে অত্যন্ত নান্দনিকভাবে। সবমিলিয়ে সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল, মহিপালে ৬ লেনের ফ্লাইওভারসহ জেলার বিভিন্ন স্থানে বাস্তবায়ানাধীন প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে ফেনী হবে বাংলাদেশের সিঙ্গাপুর।
১. সোনাগাজীতে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল :
ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে স্থাপিত হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। মূলত সাগর থেকে জেগে ওঠা চরেই এই অর্থনৈতিক অঞ্চলটি স্থাপিত হতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলটি স্থাপিত হলে এখানে সৃষ্টি হবে সাড়ে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান। প্রাথমিক পর্যায়ে এর নির্মান ব্যায় ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে এখানে গড়ে উঠবে বিমান বন্দর, নৌ-বন্দর, বিদ্যুত কেন্দ্র, জাহাজ নির্মাণ কারখানাসহ আরো বিভিন্ন ভারী শিল্প কারখানা। এতে করে খুলে যাবে দেশের অর্থনীতির নতুন দিগন্ত।
২. মহিপালে নির্মিত হচ্ছে দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভার :
ফেনী মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভার। ফ্লাইওভার নির্মাণের দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনী। ৬৬০ মিটার দৈর্ঘ্য এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে।
ফ্লাইওভারটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম ও ফেনী-মাইজদী সড়কে ইন্টারসেকশনে যাত্রীদের অহেতুক বিলম্ব, ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনা হ্রাস পাবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতে সময়ও কমে আসবে।
৩. নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে মামলার রায় :
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে হাইকোর্টে করা রিট মামলাটি ছিল বছরজুড়ে ফেনীবাসীর কৌতুহলের খোরাক। সর্বশেষ ওই রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ ডিসেম্বর ওই রিট আবেদনের ওপর আলাদাভাবে রায় দেন।
আইনজীবীরা বলছেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি একটি বেঞ্চ নির্ধারণ করে দিবেন। সেই বেঞ্চেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে। এতে করে নতুন বছরেও এ মামলার দিকে কৌতুহলী নজর থাকবে ফেনীবাসীর।
৪. পরশুরামে ইউএনওকে মারধর :
৬ মে পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা নামক স্থানে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে এলে তাঁর প্রটোকলের দায়িত্ব পালনকালে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সম্মান না করায় পরশুরামের তৎকালীন ইউএনও এ এইচ এম রাকিবুল হয়দারকে গাড়ী থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়ী চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামী হিসাবে উল্লেখ করে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরশুরামে ইউএনওকে লাঞ্চিত করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। এ নিয়ে সারাদেশে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে মামলার প্রধান আসামী খায়রুল বাশার মজুমদার তপন আদালতে আত্মসমর্পন করতে বাধ্য হন।
০৫. জেলা প্রশাসনের জনপ্রশাসন পদক লাভ :
জনপ্রশাসনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমাজের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের পুরুস্কৃত করতে ২০১৬ সালে সরকার চালু করে জনপ্রশাসন পদক। এ পদক চালুর প্রথম বছরেই বাজিমাত করে ফেনী। জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে পরিচালিত ‘মা ও শিশু স্বাস্থ্য’ বিষয়ক বিশেষ কর্মসূচি ‘ছনুয়া মডেল’ সফলভাবে বাস্তবায়ন হওয়ায় ২০১৬ সালে তৎকালীন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার মাহমুদ চৌধুরীসহ জেলা প্রশাসন ও পরিকল্পনা অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে জনপ্রশাসন পদক প্রদান করা হয়।
০৬. দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা :
ফেনী শহরের উকিলপাড়ায় দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা এবং সদর উপজেলার ছনুয়ায় সৎ মায়ের হাতে সন্তান হত্যার মতো হৃদয়বিদারক নির্মম ঘটনারও স্বাক্ষী হয়ে থাকবে বিদায়ী বছর।
শহরের উকিল পাড়ায় পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানকে হত্যা করে মর্জিনা আক্তার মুক্তা (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। ১২ ডিসেম্বর রাতে শহরের পশ্চিম উকিলপাড়ার উজির আলীর নতুন বাড়িতে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
এদিকে ফেনী সদর উপজেলার ছনুয়ায় সৎ মা মরিয়ম বিবির হাতে নির্মমভাবে খুন হয় ফারহানা আক্তার সুমি (১৩) নামে এক স্কুল ছাত্রী ।
০৭. আক্রান্ত ফেনী প্রেসক্লাব :
বিদায়ী বছরটি এক কালো অধ্যায় হয়ে থাকবে ফেনীর সাংবাদিকতার ইতিহাসেও। সাংবাদিক নামধারী কতিপয় হীন স্বার্থন্বেষীর প্রত্যক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসী দ্বারা আক্রান্তের জের ধরে সারাবছর সিলগালা থাকে ফেনীর মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়নের স্মারক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত গৌরব ও ঐতিহ্যের লালিত প্রতিষ্ঠান ফেনী প্রেসক্লাব। ন্যাক্কারজনক এ ঘটনা ফেনীবাসীকে খুবই বিস্মিত ও মর্মাহত করে। নতুন বছরে জেলা প্রশাসনের প্রতি প্রেসক্লাব ভবন খুলে দেওয়ার জোর দাবি জানান সাংবাদিকরা।
০৮. আলোচনায় স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্যাহ :
সারা বছরজুড়ে নানা বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় ছিলেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্যাহ।
সোনাগাজীতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন স্কুল কাম সাইক্লোন সেন্টারের কাজ নি¤œমানের অজুহাতে গত ২৬ নভেম্বর সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজের সাথে জড়িত বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট প্রকৌশলী মো. মহসিন আলম ও প্রকল্প সুপারভাইজার গোলাম রাব্বানিকে লাঞ্চিত করেন সাংসদ হাজী রহিম উল্যাহ। এক পর্যায়ে সাংসদ সোনাগাজীতে এ প্রকল্পের সব কাজ স্থগিত করে দেন এবং তাঁর নির্দেশ ছাড়া কাজ শুরু করা হলে পরিণাম ভাল হবে না হবে বলে প্রকল্প কর্মকর্তাদের হুমকি দেওয়া হয়। এছাড়া টিআর কাবিখা প্রকল্পে অনিয়ম, দুর্ণীতি, ফেনী-২ আসনের সাংসদ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিরোধের জের ধরে বিভিন্ন হামলা-মামলা ঘটনায় তিনি সারাবছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
০৯. য়ুব বিশ্বকাপ ক্রিকেট দলে ফেনীর সাইফ :
বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেট দলে জায়গা করে নেয় ফেনীর ছেলে সাইফ। ক্রীড়া সংগঠক রিয়াদ চৌধুরী আহমেদ আজিজ রাজিব পরিচালিত ফ্রেন্ডশীপ ক্রিকেট একাডেমির খেলোয়াড় সাইফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ছেলে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সে জাতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলে স্থান পায়। অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যগুণে তিনি জায়গা করে নেন যুব বিশ্বকাপ ক্রিকেট দলেও। যুব বিশ্বকাপেও তিনি অসামান্য নৈপুণ্য প্রদর্শন করেন। এ কৃতি ক্রিকেট খেলোয়াড়কে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম সংবর্ধনা প্রদান করেন।
১০. রাজাঝির দিঘীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ :
অবশেষে উচ্ছেদ হলো ফেনী শহরের রাজাঝির দিঘী পাড়ের অবৈধ স্থাপনা। শহরের সৌন্দর্যহানি ও নাগরিক জীবনের বিষফোঁড় হিসেবে বিবেচিত দিঘীর পাড়ের এ অবৈধ স্থাপনা উচ্ছেদে বিগত সাত বছর শহরবাসী কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিই শুনে আসছিল। বতর্মান জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের ফেনীতে যোগদানের পর শহরের সৌন্দর্যের পথে বড় অন্তরায় এবং নাগরিক জীবনের অস্বস্তি দিঘীর পাড়ের এ অবৈধ জঞ্জাল তাঁরও নজর এড়ায়নি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে প্রথম মতবিনিময় সভাতেই তিনি বিষয়টি উপস্থাপন করেন। সবাই যদি চান এবং সহযোগিতা করেন- তাহলে তিনি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে বলে দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি কথা রেখেছেন, অবশেষে উচ্ছেদ করলেন রাজাঝির দিঘীর পাড়ে বছরের পর বছর জেঁকে বসে থাকা অবৈধ স্থাপনা।
১৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় প্লেঅর্ডার যন্ত্রদিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, কিছু লোক অবৈধভাবে দিঘীর পাড় দখল করে দীর্ঘদিন দোকান নির্মাণ করে। এতে দিঘীর সৌন্দর্য নষ্ট ছাড়াও পরিবেশের ক্ষতি হয়েছে। এছাড়া পাড়ের সড়কও তাদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাফেরা করতে কষ্ট হয়েছে। রাজাঝির দিঘীর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে প্রাচীরসহ বাগান সৃজন, প্রশস্ত সড়ক নির্মাণের জন্য জলবায়ু তহবিল থেকে চার কোটি টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ফেনী পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









