স্টাফ রিপোর্টার :
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে মুহুরী প্রজেক্ট এলাকায় ফেনী নদীর পাশে রোববার রাতে স্থানীয় সাংসদ স্বতন্ত্র হাজী রহিম উল্যার মালিকীয় প্রতিষ্ঠানের ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় সাংসদ হাজী রহিম উল্যাহ’র মালিকানাধীন দুটি ড্রেজার মেশিন গত বেশ কিছুদিন যাবত ফেনী নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এসব বালু বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারদের নিকট বিক্রি করা হয়ে থাকে। গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মুহুরী প্রকল্প এলাকায় সাংসদের মালিকীয় বালু উত্তোলনের ড্রেজার মেশিনে হামলা চালায়। তারা ড্রেজার মেশিন দুটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুন দেখে আশেপাশের লোকজন ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের দিকে যেতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গতকাল সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, পুলিশের সোনাগাজী সার্কেলের এএসপি জুনায়েদ আহমেদ কায়সার ও সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়ার বিষয় জানতে চাইলে সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের ছত্র ছায়ায় দুর্বৃত্তরা তাঁর মালিকীয় দুটি ড্রেজার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, দুর্বৃত্তরা গত ৭ ডিসেম্বরও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দুটি ড্রেজার মেশিন ও একটি স্কাবেটর মেশিনে আগুন দিয়েছিল। তিনি ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









