শহর প্রতিনিধি
রোটারী ক্লাব অব ফেনী অপরূপার ৮ম অভিষেক অনুষ্ঠান গত রোববার রাতে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ পিপি ফজলুল হক বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণও রোটাঃ শহীদ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি পিডিজি এম এ আউয়াল, পিডিজি মোহাম্মদ হাফিজ উল্যাহ, পিডিজি গোলাম মুস্তাফা, ডিজিই প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী ও ডিজিএন রোটাঃ দিল নাশিন মহসিন।
অনুষ্ঠানে বিগত রোটাবর্ষেও রোটাঃ নজরুল ইসলাম সবুজ কলার হ্যান্ড ওভারের মাধ্যমে অভিষিক্ত প্রেসিডেন্ট রোটাঃ এ.কে এম সাইফুল ইসলাম মজুমদারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। সদ্য বিদায়ী ও অভিষিক্ত প্রেসিডেন্ট-সেক্রেটারীগণ তাদেও বক্তব্য রাখেন ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অতিথিবৃন্দ এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়র “লীড-২০১৬”মর মোড়ক উম্মোচন কওে উপস্থিত অতিথিদেও মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে একজন দুঃস্থ ও অসহায় ব্যক্তি আবদুল আলীমকে হুইল চেয়ার প্রদান করা হয়।
অন্যান্য অতিথিদেও মধ্যে ডেপুটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটাঃ সিপি আবু ফায়েজ খান চৌধুরী, ডেপুটি গভর্ণও রোটাঃ পিপি ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিস্ট্রিক্ট ডেপুটি ট্রেইনার রোটাঃ পিপি লে.ক. (অব.) আতাউর রহমান পীর, এসিস্ট্যান্ট ট্রেইনার রোটাঃ পিপি মোস্তফা আজিজুল মুনির ও রোটাঃ পিপি জিন্নাহ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্ণও রোটাঃ পিপি জালাল উদ্দিন বাবলু, ক্লাবটির জিএসআর সিপি রোটাঃ এডভোকেট আক্রামুজ্জমান, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ইঞ্জিনিয়ার এম. মামুনুর রশীদ, গভর্ণও এক্সিকিউটিভ এইড রোটাঃ নুরুল আলম খান ফারুক, বিভিন্ন জোনের এসিস্ট্যান্ট গভর্ণও রোটাঃ পিপি লুৎফুল বারী চৌধুরী ও রোটাঃ পিপি ফিরোজ মাহমুদ, কুমিল্লা জেলা পরিষদেও প্রশাসক রোটাঃ পিপি আলহাজ্ব ওমর ফারুক, রোটাঃ সিপি আবু আজমল পাঠান, রোটাঃ পিপি এম. আবু তাহের, ডিস্ট্রিক্ট সেক্রেটারী ডেজিগনেট রোটারিয়ান পিপি এম.মনিরুজ্জমান ও এক্সিকিউটিভ এইড রোটাঃ পিপি এম.এম আমিন সোহেল, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আবদুল আউয়াল সবুজ, প্রেসিডেন্ট রোটাঃ সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ হানিফ মজুমদার মিন্টু ও সদস্যবৃন্দ, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ এহসানুল হক, আইপিপি রোটাঃ মমিনুল হক চৌধুরী ও সদস্যবৃন্দ, রোটারী ক্লাব অব চৌদ্দগ্রাম এর রোটাঃ সিপি অহিদুল্লাহ মজুমদার ও প্রেসিডেন্ট রোটাঃ তাহিমনা ইসমাইল, রোটারী ক্লাব অব লক্ষীপুরের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ নিজাম উদ্দিন, প্রস্তাবিত রোটারী ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট রোটাঃ চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব ও সদস্যবৃন্দ, চট্রগ্রাম, কুমিল্লা, সিলেট, চাঁদপুর, চেšমুহনী, চৌদ্দগ্রামসহ বিভিন্ন ক্লাব থেকে রোটারিয়ানবৃন্দ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সামছুদ্দিন খোকন ও ফজলুল হকে নতুন রোটারিয়ান হিসাবে অভিষিক্ত কওে ক্লাবের সদস্য করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন