সংবাদদাতা :
২৯শে ফেব্রুয়ারি ফেনী বইমেলার শেষ দিনে ভাটিয়াল স্টলে এবারের একুশে বইমেলায় প্রকাশিত ‘হৃদয়ের কথা’ বইয়ের লেখক ও দৈনিক অজেয় বাংলার সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়ের আমন্ত্রণে ‘হৃদয়ের কথা’ প্রতিদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসেছিলেন সম্প্রতি মাহবুব-উল হক পেয়ার স্মৃতি একাডেমী কাপ ২০২০ এর অপরাজিত চ্যাম্পিয়ন ফেনী ওয়াপদা জুনিয়র ক্রিকেট একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
শনিবার বিকেল ৫টায় ভাটিয়াল স্টলে আমন্ত্রিত হয়ে আসেন ফেনী ওয়াপদা জুনিয়র ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক গোলাম মোর্তজা টিপু, ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ওয়াপদ জুনিয়র ক্রিকেট একাডেমীর কর্মকর্তা ও কোচিং ডাইরেক্টর মুহাম্মদ কপিল উদ্দিন মাহমুদ, সহ সভাপতি গোলাম মোস্তফা বিটু সহ উপস্থিত ছিলেন ওয়াপদা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বৃন্দ।
ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেন, ‘হৃদয়ের কথা’ বইয়ের লেখক নুরুল আমিন হৃদয় আমার দীর্ঘ দিনের বন্ধু। লেখালেখিতে তার উৎসাহ দেখে আমাদের ভালো লাগে। বইমেলার প্রথম দিনে আমি বইটি সংগ্রহ করেছি। যুতটুকু দেখেছি প্রথমত বইটির প্রচ্ছদ অসাধারণ। বইতে তার বেশিরভাগ লেখা আমার বেশ ভালো লেগেছে। আমার সোনালি শৈশব এবং কতদিন দেখিনি মায়ের মুখ। মাকে নিয়ে নুরুল আমিন হৃদয়ের অসাধারণ অনুভূতি অন্যরকম ভালোবাসাবাসি। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হৃদয়ের কথা বইটি ইতিমধ্যে পাঠক প্রিয়তা পেয়েছে দেখে আমার বেশ ভালো লাগছে।
ফেনী ওয়াপদা জুনিয়র ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক গোলাম মোর্তজা টিপু বলেন নুরুল আমিন হৃদয় লেখক হিসেবে নয় তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা ত্রিশ বছরের। সেই ছোট বেলা থেকে দেখে আসছি সে লেখালেখির তার আগ্রহ। বিভিন্ন সময় লেখালেখি নিয়ে, তার সংগঠন নিয়ে আমার সাথে বোঝাপড়া করে। বইটি বের করতে গিয়েও আমাকে বইটির বিভিন্ন বিষয়ে ধারণা দিয়েছেন। বইটি পড়ে মাকে নিয়ে লেখাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। বইটিতে সে কাল্পনিক কোন গল্প লেখেন নি। যা লিখেছেন তার দেখা এবং চলার পথের ঘটনাগুলো বইটিতে স্থান পেয়েছে। আজ আমাদের ক্রিকেট টিমকে এইখানে আমন্ত্রণ জানিয়ে নুরুল আমিন হৃদয় প্রমাণ করেছেন শুধু আমরা চ্যাম্পিয়ন হইনি এই চ্যাম্পিয়নের অংশীদার সেও। তার শুভ কামনা রইলো।
কোচিং ডাইরেক্টর মুহাম্মদ কপিল উদ্দিন মাহমুদ বলেন, আমাদের ক্রিকেট টিমকে ‘হৃদয়ের কথার’ লেখক নুরুল আমিন হৃদয় আমাদের আমন্ত্রণ জানিয়ে তিনি ব্যতিক্রমী একটি উদাহরণ সৃষ্টি করেছেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি দীর্ঘদিন দৈনিক অজেয় বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। পাশাপাশি এইবারের বইমেলায় তার প্রকাশিত হৃদয়ের কথা বইটি প্রকাশিত হয়েছে। দীর্ঘ দুই যুগের উপর তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। একজন সুলেখক হিসেবে সবসময় আমরা তাকে শ্রদ্ধা করি। আমরা যখন ছোট তখনও তাকে দেখতাম বিভিন্ন পত্রিকায় লিখালিখি করতে। আজ ভাটিয়াল স্টলে হৃদয়ের কথার লেখক নুরুল আমিন হৃদয় আমাদের আমন্ত্রণ জানানোর জন্য তাকে অভিনন্দন এবং শুভ কামনা জানাই। ‘হৃদয়ের কথা’ বইটি পড়ে যুতটুকু দেখেছি তার চলার পথের স্মৃতিচারণগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের ওয়াপদা স্পোর্টিং ক্লাবকে নিয়েও তিনি হৃদয়ের কথা বইটিতে দুকলাম লিখে আমাদের ভালোবাসা জানিয়েছেন। বইটিতে হলুদ খামের ভালোবাসা, কতদিন দেখেনি মায়ের মুখ এই ব্যতিক্রমী লেখাগুলি পড়ে হৃদয়ের কথার প্রতি আমাদের ভালোবাসা আরো গভীর হলো। আমরা হৃদয়ের কথা বইটির শুভ কামনা জানাই।
সহসভাপতি গোলাম মোস্তফা বিটু হৃদয়ের কথা প্রচ্ছদ এবং বইটিতে কতদিন দেখিনি মায়ের মুখ লেখা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন।
লেখক নুরুল আমিন হৃদয় বলেন, আমি একজন ক্রীড়া প্রেমি মানুষ। যেখানে ক্রিকেট, ফুটবল সেখানে আমি ছুটে যাই। ১৯৯৪ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় আমার জীবনের প্রথম লেখাটা ‘ক্রীড়া উন্নয়নে নজরদিন’ শিরোনামে লিখেছিলাম। এই ওয়াপদা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের সাথে দীর্ঘদিন আমার একটা হৃদ্যতার সম্পর্ক। টিমটিকে আমি সবসময় সমর্থন করি তাদের বিজয়ে আমিও আনন্দিত হই। মুহাম্মদ কপিল উদ্দিন মাহমুদ একজন দক্ষ ক্রিকেট কোচ সংগঠক। তার পরিচালনায় ফেনী ওয়াপদা স্পোর্টিং ক্লাব বেশ সাফল্য অর্জন করেছে। এখানে উপস্থিত ওয়াপদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক, কোচ, খেলোয়াড়সহ ওয়াপদা পরিবারের সবাইকে ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাই আমার বন্ধু ফেনী জেলা ক্রিকেট কোচ একজন সফল কোচ রিয়াজ উদ্দিন রবিনকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”