সুরঞ্জিত নাগ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নয়ন দেশ গড়ার রূপকল্প মূলত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এটি আজ কথার কথা নয়। আমাদের দেশের মাথাপিছু আয় থেকে শুরু করে অর্থনীতির যে সূচকগুলো উর্ধ্বমূখী থাকা প্রয়োজন, প্রত্যেকটি সূচকই উপরের দিকে রয়েছে। যেগুলো স্থিতিশীল ও নিম্নমূখী থাকা দরকার তা নিম্নমূখী রয়েছে। অতীত সময়ে পৃথিবীতে বাংলাদেশের প্রচুর বদনাম ছিল। তলাবিহীন ঝুড়ি, ঝড়-ঝঞ্ঝা, বন্যা ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত ছিল। সেই জাতিসংঘ ও আমেরিকা অনুন্নত দেশগুলোকে বলে বাংলাদেশকে দেখো। তাঁরা কিভাবে এই প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে এসেছে। উন্নতির দিকে যাচ্ছে। আজ বাংলাদেশ উন্নয়নে বিশ্বে পথ প্রদর্শকের জায়গায় এসে পরিণত হয়েছি। এটি এমনি এমনি হয়নি। সরকারের নির্দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিটি কার্যক্রম সেভাবে সাজানো হয়েছে। সেভাবে অগ্রযাত্রা পরিচালিত হচ্ছে। তাঁরই নমুনা উন্নয়ন মেলা। সরকারের পরিকল্পনা হলো নাগরিক যেন অতি সহতে তার জায়গায় থেকে আর্থিক ও দুরত্ব কমানোর মধ্য দিয়ে সেবা পায়। তিনি বলেন, কোন কার্যালয়ে সরকারি ফি ছাড়া কোন আর্থিক লেনদেন করবেন না। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলে হবে না দেশও উন্নত হতে হবে। প্রত্যেক নাগরিককে সততা, দেশপ্রেম, পরোপকারী, মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। তাহলেই বিশ্বের অন্যান্য দেশ আমাদের অনুকরণীয় করবে।
সোমবার বিকেলে নীর পিটিআই মাঠে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জেলা পর্যায়ে উন্নয়ন মেলা ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ-দেশপ্রেম ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং আগামীর বাংলাদেশ গড়তে মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে হবে শুধুমাত্র পরীক্ষার্থী নয় শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করতে হবে।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
‘উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ফেনী জেলা পর্যায়ে উন্নয়ন মেলায় প্রশাসনের ৭টি বিভাগের ৬০টি স্টল বসেছে। আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে। মেলায় জনগণ সরকার প্রদত্ত নাগরিক সুবিধা ও সেবাগ্রহণ সম্পর্কে জানতে পারবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”