স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, ফেনীর মাঠে সারাবছর বল গড়ায়। বছর জুড়ে ক্রীড়াচর্চা অব্যাহত রয়েছে। ফেনীর খেলোয়াড়রা ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, টেনিসসহ সকল খেলায় ভালো পারফরম্যান্স করে বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখে। তিনি বলেন, খেলাধুলা দেহ-মন সুন্দর ও প্রাণবন্ত রাখে। তরুণ প্রজন্মকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ৬ মার্চ, শনিবার ফেনী সদর উপজেলার আয়োজনে স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কাজিরবাগ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজকে (৩-০) গোলে হারিয়ে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সদর উপজেলা ২৯টি বিদ্যালয়ে খেলোয়াড় সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে সদর উপজেলা হ্যান্ডবলের ফাইনাল খেলায় মহিলা দলে বিজয়ী রামপুর গার্লস উচ্চ বিদ্যালয়কে ও বিজিত দল পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”