স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবা-রাত্রি পরিশ্রম করছেন বাংলার মানুষের জন্য। তিনি সততা ও দক্ষতা দিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন। দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য যার যার অবস্থান থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সোনাগাজীর বক্তারমুন্সী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজ আহম্মদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক বর্তমান সরকার নিয়ন্ত্রিত একটি ব্যাংক। এ ব্যাংক বর্তমান সময়ে সরকারের ভাবমূর্তি উন্নতি কাজ করছেন। ওই বাজারের সকল ব্যবসায়ীকে তিনি এ ব্যাংকে একটি করে একাউন্ট খোলার আহ্বান জানান। তিনি বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক প্রসঙ্গে বলেন, আপনারা সকলে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। তিনি মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে ধর্মীয় অনুশাসন মেনে ঈমাণ, আকিদা ও আখলাকের মধ্য দিয়ে জীবন পরিচালিত করতে হবে।
তিনি তাঁর বক্তব্যে শুরুতে মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতার মাসে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের এসইভিপি এন্ড হেড অব জোন মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুল গফুর, বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নুর আলম, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনাগাজী শাখার এভিপি এন্ড শাখা প্রধান মিজানুর রহমান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বক্তারমুন্সী বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখার ইনচার্জ মো.ওয়াজি উল্যাহ।
এসময় জনপ্রতিনিধি, বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করেন। এর আগে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল আফসার ফারুকী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”