বিশেষ প্রতিনিধি :
দেশে প্রথমবারের মতো নির্বাচিত ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীসহ ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
২০০০ সালে সংশ্লিষ্ট জেলা পরিষদ আইনটি পাসের ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ১৩১ বছরের ইতিহাসে এটিই ছিল জেলা পরিষদের প্রথম সরাসরি নির্বাচন। জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ প্রহণ অনুষ্ঠান ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমসহ অন্য জেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথবাক্য পাঠ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্বাচিত চেয়ারম্যানদের দেশ ও জাতির কল্যাণে সততা-নিষ্ঠা ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জেলা পরিষদের হাতে যথেষ্ট ক্ষমতা থাকবে। সততা, নিষ্ঠা একাগ্রতার সঙ্গে আপনারা স্ব স্ব দায়িত্ব পালন করবেন। আপনাদের মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা। তিনি বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব এবং আজ যে শপথ নিলেন তা স্মরণে রেখে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ জেলাগুলোতে সমস্যা আছে, তা চিহ্নিত করে সমাধান ও উন্নয়ন কাজ করতে হবে। পাশাপাশি আরও উন্নয়ন কীভাবে করা যায় সেভাবে কাজ করবেন।
সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতাকে যত বিকেন্দ্রীকরণ করা যাবে, জনসেবা তত বেশি নিশ্চিত হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পদক্ষেপ আমরা নিয়েছি। এর আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিলাম। এবার সরাসরি নির্বাচন করেছি। যাতে তারা জেলার মানুষের সেবা করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। যখন স্বাধীনতা অর্জন করি সাড়ে সাত কোটি মানুষ ছিল। আজ ১৬ কোটি মানুষ। আমাদের ভূখন্ড সীমিত। তার মাঝে মানুষের কাছে সেবা পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে জনগণের সেবা নিশ্চিত করেছি। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।
সরকার গুরুত্ব দিয়ে সারা দেশে উন্নয়ন করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা দেশকে এগিয়ে নিচ্ছি তার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।
উল্লেখ্য; শপথগ্রহণ করেন ৫৯ জন জেলা পরিষদের চেয়ারম্যান। মনোনয়ন দাখিল সংক্রান্ত জটিলতায় নির্বাচন হয়নি কুষ্টিয়া ও বগুড়া জেলায়। তিন পার্বত্য জেলায় নির্বাচনের জন্য আলাদা আইন রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









