স্টাফ রিপোর্টার :
নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেনীতে জেলা প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদের সামাজিক দূরুত্ব বজায় রাখতে টহল ও মাইকিংয়ের পর এবার পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দোকানের সামনে আঁকা হচ্ছে দূরত্ব বজিয়ে রাখার চিহ্ন।
শুক্রবার, ২৭ মার্চ শহরের শপিংমল, মুক্ত বাজার, এফ রহমান এসি মার্কেটের সম্মুখে নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে তিন ফিট দূরে দূরে ক্রেতাদের অবস্থানের চিহ্ন আঁকতে দেখা গেছে স্বয়ং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর হোসেনকে। এদিন বিকেল থেকে শুরু হয় এ চিহ্ন আঁকার কাজ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে চিহ্ন আঁকার কাজ পরিচালনা করেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজিয়ে রাখতে সবাইকে অন্তত তিন ফুট দূরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া হাটে-বাজারে গিয়ে জনসাধারণকে দূরত্ব বজায় রেখে চলার গুরুত্ব বুঝিয়েছেন। পুলিশ বাহিনীর সহায়তায় কোয়ারেন্টিন নিশ্চিত করার কাজ চলছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান-পাট বন্ধ ও জনসমাগম বিচ্ছিন্ন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণকে বলা হয়েছে। পাঁচগাছিয়া সাপ্তাহিকভাবে মিলিত হাট-বাজারে জনসমাগম বন্ধে সামাজিক দূরুত্ব বজায় রাখা নিশ্চিত করতে পুলিশের সহায়তায় বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”