সর্বশেষ আপডেট



» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

» ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী জেনারেল হাসপাতালে সুরক্ষা এখনও ‘অধরা’, রোগী কমে গেছে

সুরঞ্জিত নাগ :
‘নভেল করোনাভাইরাস আতঙ্কে’ ফেনী জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে ও ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

 

২৫০ শয্যার এ হাসপাতালে গত এক মাস আগেও প্রতিদিন গড়ে ২৫০-৩০০জন রোগী ভর্তি থাকতো। ২৮ মার্চ, শনিবার তা ৩৫ জনে নেমে গেছে। বহির্বিভাগে গড়ে ৮০০-৯০০ রোগী চিকিৎসা নিতে আসলেও শনিবার বহির্বিভাগে রোগী আসে মাত্র ৬০ জন। চিকিৎসকরাও দুরুত্ব রেখে রোগীদের ভালভাবে দেখছেনা বলে অভিযোগ উঠেছে।

 

পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না থাকার কারণে চিকিৎসক ও নার্সরা যেমন চিকিৎসা দিতে পারছেন না বলে রোগীও কমে যেতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

 

সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এক কর্ণারে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড ও পাশাপাশি সর্দি, হাঁচি, কাশি রোগীদের জন্য ওয়ার্ড চালু করা হয়েছে। তবে ওইখানে কোনো রোগী ভর্তি ছিল না। রোগী ও আগত লোকজনদের সহজে খুঁজে নিতে লাল তীর খচিত সাইনবোর্ড টানানো হয়েছে।

 

হাসপাতালের বাইরে দেখা পাওয়া এক ঔষধ কোম্পানীর বিপনন কর্মকর্তা জানান, পুরাতন ভবনের পশ্চিম পাশে প্রতিদিন শতাধিক বিপনন কর্মকর্তা তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে গিজগিজ করত। কিন্তু গতকাল শনিবার (আজ) দুই-একজন ছাড়া তেমন কেউ নেই। রয়েছে সুনসান নিরবতা।


দরজায় মুঠোফোন নাম্বার সম্বলিত কাগজ
হাসপাতালের চিকিৎসকদের চেম্বারের দরজায় দরজায় ‘জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা রোগীদের জন্য মুঠোফোনে সেবা নিতে একটি নম্বর সম্বলিত কাগজ সাঁটানো হয়েছে।’ অর্থাৎ ওই নাম্বারে ফোন করে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকদের কিছু কিছু কক্ষ খোলা ছিল বাকীগুলোতে তালা ঝুলতে দেখা গেছে।

 

সুরক্ষা সরঞ্জাম স্বল্পতা
হাসপাতালের চিকিৎসক ও নার্সদের যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াই দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোভিড-১৯-এর ঝুঁকি মোকাবেলায় সাধারণ এপ্রোন, একটি মাস্ক আর একজোড়া গ্লাভস পড়েই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও টিকিট কাউন্টারে কর্তব্যরত অবস্থায় কাউকেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিহিত অবস্থায় দেখা যায়নি। ভেতরের বিভিন্ন ওয়ার্ড ঘুরেও একই চিত্র দেখা গেছে।
বহির্বিভাগে বুকের ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার সিলোনিয়া এলাকার মো. হানিফ বলেন, চিকিৎসক দুরুত্ব রেখে তাকে দেখেছেন। ব্যবস্থাপত্রে ঔষধ লিখে দিয়েছেন। এছাড়া তাকে ধরে বা কোন মেশিন দিয়ে দেখিনি। এতে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেন।

 

গাইনি ওয়ার্ডে ভর্তি এক রোগীর এক স্বজন বলেন, গত ৩-৪ দিন আগেও ওয়ার্ডে প্রায় ৬০-৭০জন সিজারিয়ান রোগী ভর্তি ছিল। আজ ১২-১৫ জন রোগী আছে। ‘করোনাভাইরাস আতঙ্কে অনেকেই সুস্থ না হয়েই চলে গেছে। আমরাও আজ রিলিজ নিয়ে চলে যাব।’

 

জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসক মোশাররফ হোসেন বলেন, যতটুকু সম্ভব দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 


বহির্বিভাগে পুরুষ এবং নারী কাউন্টারে দায়িত্বরত কর্মচারীরাও কোনো ধরনের পিপিই পরিহিত ছিলেন না। তাছাড়া তথ্য ও অনুসন্ধান কেন্দ্রেও একই চিত্র। সাধারণ একটি মাস্ক পরেই রোগীদের সেবা দিচ্ছেন তারা।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নিলুফা ও সুচিত্রা বণিক জানান, স্বাভাবিক অবস্থায় ২৬টি বিছানার বিপরীতে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন রোগী ভর্তি থাকত। করোনাভাইরাসের আতঙ্কে গত এক সপ্তাহ থেকে রোগী কমতে কমতে ১০-১৫ জন রোগী ভর্তিতে নেমে এসেছে। রোগীরা নিজেরাই ছুটি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলেও জানান তারা।

 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, বর্তমানে করোনা আতঙ্কে গত সপ্তাহের তুলনায় শনিবার পর্যাপ্ত পরিমাণ রোগী কমে গেছে। গত ৮ মার্চ বহির্বিভাগে রোগী ছিল ৭৪৯ জন, (আজ) শনিবার ছিল মাত্র ৬০ জন, আন্ত:বিভাগে রোগী ভর্তি থাকত ১৭০ জন, (আজ) শনিবার ছিল ৩৫ জন।

 

 

শনিবার মাত্র ৫জন রোগী ভর্তি হয়েছে। তাদের ৪জন জ¦র ও সর্দি নিয়ে এবং একজন শিশু নিমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। নিমোনিয়ায় আক্রান্ত রোগী মাত্র একটি শিশু।

 

 

আরএমও জানান, করোনা সংক্রমণ রোধে চিকিসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় শীঘ্রই পিপিই সরবরাহ করা হবে। তিনি জানান, অধিদপ্তর থেকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী আসেনি। চিকিৎসকদের অনুদানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য সরক্ষা সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!