সুরঞ্জিত নাগ :
ফেনীতে যান চলাচলে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বাম পাশ ঘেঁষে রিক্সা চলার কথা থাকলেও চলে ডান পাশ ঘেঁষে। আর বাম পাশে চলে সিএনজি চালিত অটো রিক্সা, বাসসহ অন্যান্য যানবাহন। এতে প্রতিনিয়তই ছোট-খাট দূর্ঘটনায় পতিত হচ্ছে যাত্রীরা। লেগে থাকে যানজট। এদিকে রিক্সা উল্টাপথে চলার মূল কারণ হলো রামপাশে রাস্তা অনেকটা ঢালু, খানাখন্দে ভরা। এছাড়া ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণহীনতা ও উদাসীনতাকে দোষছে সাধারণ মানুষ।
ব্যাঙের ছাতার মত বাড়ছে রিক্সা। ফেনী শহর যেন রিক্সার শহর হিসেবে পরিণত হয়েছে। দেশের প্রতিটি শহরে রিক্সা চলে রাস্তার বাম পাশ ধরে। আর ফেনী শহরে রিক্সা চলে তার উল্টোদিকে। শহরের ট্রাংক রোড, কলেজ রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মিজান রোড, একাডেমী রোডসহ প্রতিটি রাস্তায় রিক্সা চলে রাস্তার ডান পাশ ধরে। রাস্তায় হঠাৎ করে অদক্ষ চালকরা রিক্সার মোড় ঘুরিয়ে নেয়। যা শহরবাসীর জীবনযাত্রায় বিঘœতার সৃষ্টি হচ্ছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণের চেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। অদক্ষ চালকদের কারণে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলে এসব রিক্সা। অথচ সংশ্লিষ্ট বিভাগের কোন খেয়াল নেই।
ফেনী শহরে যানজট বন্ধ ও দুর্ঘটনা এড়াতে উল্টোপথে রিক্সা চলাচল কঠোর হস্তে দমন করতে হবে। অবৈধ রিক্সা ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াও উল্টোপথে চলা রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞাসহ শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অনিয়মকে বন্ধ করে জনস্বার্থে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে রিক্সা রাস্তার ডান পাশে চলা দেশের কোথাও এ নিয়ম নেই। ফেনী শহরে রিক্সার চলাচল ও যানজট নিরসন এবং অবৈধভাবে চলাচলের ওপর সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে যাত্রী দুর্ভোগ লাঘবসহ পথচারীদের চলাচল করতে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। সকল ক্ষেত্রে জবাবদিহিতামূলক ব্যবস্থাকরণের বিকল্প নেই। ফলে জনদুর্ভোগ কমে আসবে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় হবে।
রিক্সা চালক শামীম জানান, শহরের রাস্তাগুলোর বাম পাশে খানা-খন্দে ভরা। বাম দিকে গাড়ি চালালে গাড়ির চাকা প্রতিদিনই নষ্ট হবে। খারাপ রাস্তায় গাড়ি চালালে গায়ে বল থাকে না। ডান পাশে চালালে সারাদিন চালাতে পারি। আয়ও ভাল হয়।
জেলা ট্রাফিক পুলিশ ইনচার্জ (টি আই) গোলাম ফারুক জানান, ফেনী পৌরসভাকে শহরের প্রধান সড়কগুলোর বাম পাশে ৩ ফুট রিক্সা চলাচলের জন্য লেন করতে প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি সড়কে শৃঙ্খলা আনতে। তবে রংপুর, খুলনা, বরিশালের রিক্সা চালকরা সড়কের উল্টো-সিদে বুঝে না।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটারের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, শহরের রাস্তাগুলো খারাপ। রিক্সাওয়ালারা যেদিকে সুবিধা পায় সেদিকে রিক্সা চালায়। তবে এটি বন্ধে কয়েকবার পৌরসভার পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এটি অব্যাহত আছে।
সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম সড়কের দুরাবস্থা ও খানা-খন্দ সম্পর্কে জানান, সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান ট্রাংক রোড হয়ে লালপুল দিয়ে মহাসড়কে ওঠে। এ কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে গেছে। তিনি বলেন ফেনী শহরের প্রধান সড়কগুলোর ১৮ফুট অংশ তাঁদের। এই অংশই তাঁরা মেরামত ও রক্ষণাবেক্ষন করে থাকেন। বাকী অংশের কাজ তাঁরা করতে পারে না। এছাড়া ফেনী শহরের সড়কগুলো অনেক আগে নির্মাণ করা হয়েছে। সড়কের নিচের অংশ নষ্ট হয়ে গেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”