আবু ইউসুফ মিন্টু :
করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেদের কে সুরক্ষিত রাখতে সরকারী নিদের্শনার সব নিয়মনীতি মেনে নিজের কমিউনিটিকে করোনার প্রাদুর্ভাব থেকে শতভাগ সুরক্ষিত রাখতে নিজেদের উদ্যােগে বেশকিছু কাজ করতে দেখা যায় স্থানীয় পর্যায়ে। তবে পরশুরাম উপজেলার প্রায় সবকটি গ্রামের মসজিদে দেখা যায় একই চিত্র,মসজিদে মসজিদে চলছে কোরআন তেলাওয়াত, কোরআন খতম, জিকির, আর মিলাদ মাহফিল এবং কোরানা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রেহাই পেতে মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করছে। রাতভর জেগে নফল নামায আদায় করছে মুসল্লিরা।
শুধু স্থানীয় মুসল্লিরা নয় জনপ্রতিনিধিরাও ভাইরাস থেকে নাগরিকদের হেফাজতে রাখতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সস্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল এর উদ্যোগ পৌর এলাকার ৭৬ টি মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শুধু পৌর এলাকায় মত বিভিন্ন ইউনিয়ের গ্রামের মসজিদেও একই চিত্র। মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টো জানান কার ইউনিয়নের প্রায় সবকটি মসজিদে ভাইরাসের প্রাদুর্ভাব খেকে রক্ষা পেতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাযের বয়ানে সত্যনগর জামে মসজিদের খতিব মাওলানা আলি হায়দার মুসল্লিদের কে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মোতাবেক ইসলামের আলোকে ন্বাস্থ সচেতনা মেনে বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে গ্রামবাসী কে সুরক্ষিত রাখতে জুমার নামায শেষে বিশেষ প্রার্থনা করেন। দুপুরে কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অদৃষ্টের হাত মুক্তি পেতে বৃহস্পতিবার রাত ১০ টায় একযোগে সব মসজিদে বিশেষ আযান দেয় এবং দোয়া দরুদ পড়েন মুসল্লিরা।
সরকারের সব নির্দেশনা মেনে সব মানুষই এখন হোমকোয়ারেন্টাইন। কর্মজীবী থেকে শুরু করে বেকার যুবক আর স্কুল,কলেজের শিক্ষার্থী সকলে এখন অলস সময় কাটাচ্ছেন গ্রামের বাড়ীতে। বিভিন্ন গ্রামে বাড়ীতে বাড়ীতে গিয়ে জীবানচনাশক ছিটাচ্ছেন। গ্রামের প্রতিটি মসজিদ ও পাড়ার দোকানে সাবান ও পানির ব্যাবস্থা করেছেন।
গ্রামের যুবক ইউসুফ জানান তাদের যুব সসাজের উদ্যোগে গ্রামের প্রতিটি মসজিদ ও পাড়ার দোকানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যাবস্থা করেছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সচেচন করছেন।
টিভি আর সোস্যাল মিডিয়া বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়ংকর থাবায় প্রতিদিন মৃত্যু আক্রান্তের দীর্ঘ তালিকা খবর শুনে অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে নিজেকে এবং নিজের পরিবার ও গ্রামকে করোনার থাবা থেকে সুরক্ষিত রাখতে সরকারের নির্দেশনা মানছেন নাগরিকরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









