সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিলেন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরনবী লিটন। এদিকে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা ও সাধারণ সম্পাদক মো. মহিব্বুল্লাহ ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা যায়, ৩১ মার্চ, রাত ৮টার দিকে সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট সংলগ্ন কলেজ রোডের মাথায় সাংবাদিক হান্নানের ওপর কাউন্সিলর লিটন অতর্কিত হামলা করে ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এর আগেও সংবাদ প্রকাশের জেরে কথা কাটাকাটি হয়।
সাংবাদিক হান্নান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন। জিডিতে উল্লেখ করেন, তিনি পেশাগত কারণে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয়। ইতোপূর্বে সংবাদ প্রকাশ নিয়ে একাধিকবার নূরনবী লিটন তার সাথে কথা কাটাকাটি করে। ঘটনার সময় নূরনবী লিটন তার উপর অতর্কিত হামলা চালিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। বিবাদি লিটন যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
বিবাদির প্রকাশ্য হুমকিতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। সিনিয়র সাংবাদিক ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরামর্শে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনার পরদিন ২ এপ্রিল, বুধবার রাতে জিডি করেন। সোনাগাজী মডেল থানার জিডি নং- ২৯, তাং-০১-০৪-২০২০খ্রি। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ এ ঘটনায় জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে ফেনী ও সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা লিটনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঞা জানান, একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়ে কোন অপরাধী পার পাবে না। তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক শেখ আবদুল হান্নান বলেন, নূরনবী লিটন দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে সাংবাদিকের বিরুদ্ধে বিষোদগার করে অশালীন মন্তব্য করে আসছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”