আবুল হাসান
ছবিতে যাদের দেখছেন । তাদের মধ্যে পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অন্ধ জাকির হোসেন(৪০)। নিজের বাড়িতে থাকার জায়গা না থাকায় অন্যের বাড়িতে সামান্য বাড়ায় স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকেন । শিশুকালে মানুষের কাছে হাত পাতলেও বিয়ের পর স্ত্রীর প্রেরণায় বাদাম ভেঙ্গে বাজারে বিক্রি করে একদশক ধরে নিজেদের আয়েই তাদের সংসার ভালোই চলছিল । আরেক জাকির হোসেন(৩২)পৈতৃক বাড়ি ভোলা জেলায় হলেও শিশুকালে বাবার এনে পশ্চিম ছাগলনাইয়ায় এক বাড়িতে কাজের লাগিয়ে দিয়ে যায় ।সেই থেকে ছাগলনাইয়ায় থেকে এখানেই বিয়ে করেছেন । এখানকার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের ভোটার হয়েছেও সে । ছাগলনাইয়া পৌরসভার জমাদ্দার বাজারে একটি খাবার হোটেল দোকানের কর্মচারী ছিল সে । পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি । মাহবুব (৫০)। পৈতৃক বাড়ি নোয়াখালী হলেও দেড় দশক ধরে পশ্চিম ছাগলনাইয়ায় পরিবার নিয়ে থাকেন । ছাগলনাইয়া কলেজ রোডে ফুটপাতে বুটভাজা বিক্রির আয়ে তার সংসার কোনমতে চলছিল ।
বৈশ্বিক সমস্যা করোনার ছোবলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হোটেল,বেচাবিক্রি নাই বাদাম-বুট । এতে হৃতদরিদ্র দিনে এনে দিনে খাওয়া, কর্মহীনদের পরিবারে নেমে এসেছে গভীর অমানিশা । কর্মক্ষম ওই সব মানুষ পারছেন না স্বজনের মুখে খাবার তুলে দিতে ।কর্মহীন মানুষগুলোর জীবন বাচিয়েঁ রাখাই এখন দায় হয়ে পড়েছে । তাদের মতো আরও অনেকে রয়েছেন,যারা কর্মহারিয়ে এক রকম অসহনীয় কষ্টের মধ্যে পড়েছেন ।
গত ৯এপ্রিল বিকেলে ছাগলনাইয়া পাইলট বালিকা উচচ বিদ্যালয়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের কাছ থেকে ত্রান সামগ্রী নিতে এসে তাদের বর্তমান পরিস্থিতি জানাযায় ।
এ সময় তারা পাওনাদারের দার-দেনা পরিশোধ কিভাবে করবেন এবং ভবিষ্যতে তাদের সংসার কিভাবে চলবে এ নিয়ে দুঃচিন্তা ভর করেছে তাদের । ত্রান নিয়ে আসা কর্মহীন মাইক্রো , পিকাপ চালক, চা-দোকানীরা জানান, প্রথম বারের মতো ত্রান সামগ্রী পেয়েছেন । ভবিষ্যতে ওই সব কর্মহীন মানুষদের সংসার কিভাবে চলবে তাই নিয়ে গভীর দু:শ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে ।
এদিকে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী তুলে দিতে পেরে নিজের আত্মতৃপ্তির কথা জানিয়ে তাদের আশ্বস্ত করেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী । সরকার ও তার পক্ষ থেকে শেষ মহুর্ত পর্যন্ত ত্রান বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত, করোনা দুযোর্গ শুরু হওয়ার পর থেকে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী নিজের জীবনের ঝুকিঁ নিয়ে দুস্থ,হৃতদরিদ্র, প্রতিবন্ধি,কর্মহীন পেশাজীবীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন । প্রতিদিনই কোন না কোন এলাকায় ত্রান নিয়ে নিজেই ছুড়ছেন অভাবীদের পাশে । নিজ হাতে ত্রান তুলে দিচ্ছেন অভাবী মানুষদের হাতে ।তিনি সকল রাজনীতিক ও সামাজিক সংগঠণ,বিত্তশালীদের অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আসছেন ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”