সোনাগাজী প্রতিনিধি :
ফেনীতে করোনাআক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দুইজন। তার বাড়ি ফেনীর সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়া এলাকায়। পেশায় সোনাগাজী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মচারী। বয়স-৩৫। ২০ এপ্রিল, সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
পরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব করোনাভাইরাসে আক্রান্ত ডায়াগনস্টিক সেন্টারকর্মীর বাড়ি লকডাউন ও ওই ক্লিনিক বন্ধ করে সকল কর্মকর্তা-কর্মচারিকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সোনাগাজী ক্লিনিকে চাকুরী করতেন ওই যুবক। গত বেশ কয়েকদিন অসুস্থ্যতাবোধ করলে ১৬ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর সোমবার রাতে ফলাফলে পজেটিভ শনাক্ত হয়। এ খবর জানার পর রাতেই পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়া এলাকায় করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তির পরিবার ওই ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারিকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্ত ব্যক্তিকে আজ মঙ্গলবার, ২১ এপ্রিল দুপুরে ফেনী ট্রমা সেন্টারে আনা হবে। সেখানে আইসোলেশনে রেখে তার চিকিৎসা দেয়া হবে। করোনা আক্রান্ত ওই রোগী বর্তমানে তার বাড়িতে অবস্থান করছেন।
তিনি বলেন, ১৬ এপ্রিল ফেনী থেকে ৯টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে একটি পজেটিভ এসেছে। এ পর্যন্ত ১শ ৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪২টি নমুনা। জেলায় এখন পর্যন্ত দুইজন করোনায় আক্রান্ত হয়েছে।
সোনাগাজী ক্লিনিকের স্বাত্ত্বধিকারী ডা. মো. নুর উল্লাহ জানান, সোমবার রাতে খবর পেয়ে ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল কর্মকর্তা-কর্মচারিকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে এবং ওই ক্লিনিকের মালিকের সাথে কথা বলে সকল কর্মকর্তা-কর্মচারিকে হোমকোয়ারেন্টাই পাঠানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে ওই বাড়ির আশপাশের এলাকাও লকডাউন করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত