ফেনীর সোনাগাজীর কুঠিরহাটে ডাকাতি করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) ধর্ষণের লোমহর্ষক চাঞ্চল্যকর ঘটনায় ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ৩০ এপ্রিল, বৃহস্পতিবার আরো দুই আসামী গ্রেপ্তার। এরমধ্যে অপর ডাকাতি মামলায় এক আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আদালতে। এ ঘটনায় ছয় আসামীর মধ্যে চারজনকে গ্রেপ্তার ও দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
এদিকে কুঠিরহাটে ডাকাতিকালে ধর্ষণের ঘটনায় অতি অল্পসময়ের মধ্যে পুলিশের ব্যাপক তৎপরতা ও অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করে উপজেলার সাধারণ মানুষ। সমাজে অপরাধ নির্মূলে পুলিশি এ ধরনের কর্মকান্ডে এলাকার জনগণের মাঝে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে।
পুলিশ জানায়, যোবায়ের ইসলাম সোহাগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আসামি মোঃ সালাউদ্দিন (৩৪) ও মোঃ মনির হোসেন (২৫) নামে দুইজনকে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে অপর আসামী যোবায়ের ইসলাম সোহাগ। এছাড়া মোহাম্মদ হোসেন প্রকাশ কালুকে (২২) সোনাগাজী থানা পুলিশ গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। আসামী চারজনের বাড়ি সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। এরমধ্যে আদালতে স্বীকারোক্তি দেয়া মো. মনির হোসেন মাস তিনেক আগে উপজেলার চান্দলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলারও আসামী। সে আদালতে ওই ঘটনার জবানবন্দি দেন। পুলিশ আরো জানায়, আদালতে আসামী সোহাগের দেয়া স্বীকারোক্তিমতে তার সহযোগী পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম এ ঘটনায় চার আসামীকে গ্রেপ্তার ও দুই আসামী আদালতে জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকী দুই আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”