সুরঞ্জিত নাগ :
ফেনীতে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। একইসাথে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজও। এতে কম খরচ ও শ্রমিক সংকট সমাধানের সুফল পাচ্ছেন চাষীরা। দিন দিন কদর বাড়ছে ধান কাটা মেশিনের।
চলমান করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিল কৃষকরা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে এলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকার নির্ধারিত ভর্তুকি দিয়ে উপজেলা পরিষদের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে অত্যাধুনিক ধান কাটার মেশিন কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তার আওতায় সরকার নির্ধারিত ভূর্তকী মূল্যে বিতরণকৃত কম্বাইন হারভেষ্টার দিয়ে রোববার, ৩ মে দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া গ্রামে ধান কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবীব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান, স্থানীয় উপ-সহকারী কর্মকর্তা মো. নুরুল আলমসহ কৃষি অফিসের লোকজন ও স্থানীয় কৃষকরা।
চলতি মৌসুমে জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে জানিয়ে এবার ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ২৬ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। জেলার সদর উপজেলা, দাগনভূঞা, ছাগলনাইয়া ও ফুলগাজীতে আবাদ হয়েছে বেশী।
ইতিমধ্যে ধান কাটা প্রায় ১৮ ভাগ শেষ হয়েছে। কৃষকের ঘরে ঘরে এখন নতুন ধান। ফলনও হয়েছে বেশ ভাল। ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন তারা।
এদিকে জেলায় এই প্রথম যুক্ত হয়েছে ধান কাটার আধুনিক যন্ত্র। কম খরচ ও শ্রমিক সংকট সমাধানসহ বাড়তি লাভবান হচ্ছেন চাষীরা। এ যন্ত্রের মাধ্যমে দেড় ঘণ্টায় এক একর জমির ধান কাটতে সক্ষম। সনাতন পদ্ধতিতে একর প্রতি খরচ পড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা হয়, যেখানে যন্ত্রটিতে খরচ হবে ২ হাজার থেকে ২৫শ’ টাকা। মেশিনটি এক সঙ্গে মাঠে ধান কাটা, মাড়াই করা এবং বস্তাবন্দী করতে সক্ষম। এতে চাষীদের কম খরচ ও বেশী লাভবানের সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জমির মালিকরা জানান, কৃষি শ্রমিকের দিন দিন এতো অভাব দেখা দিচ্ছে যে ধান পাকলে বিপদে পড়তে হচ্ছে। এছাড়া যেসব শ্রমিক পাওয়া যায় তাদের পারিশ্রমিক বেশি। এসব কারণে অনেকের পাকা ধান নষ্ট হয়ে যেতো। এখন ধান কাটার মেশিন পাওয়াতে ধান কাটতে সময়ও কম লাগছে আবার খরচও বাঁচছে।
কৃষক ওমর ফারুক বলেন, আমাদের এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে ধান কাটার মেশিন। এক একর জমির ধান কাটতে ১০ থেকে ১২ জন শ্রমিকের সময় লাগে এক দিন। সেখানে মেশিনে এক একর জমির ধান কাটতে সময় লাগে মাত্র এক ঘন্টা। এ সময় মেশিনে ডিজেল লাগে আট লিটার। প্রতি লিটার মূল্য ৬৬ টাকা।
ফেনীর কৃষি প্রকৌশলী আমজাদ হোসেন খান অজেয় বাংলাকে জানান, কোন কৃষক কিংবা কৃষক সংগঠন যন্ত্রটি কিনতে চাইলে অর্ধেক দাম ভর্তুকি দিয়ে তা ক্রয় করার সুযোগ রয়েছে। জেলায় পাঁচটি কম্বাইন হার্ভেষ্টার ও তিনটি রিপার যন্ত্র বিতরণ করা হয়।
সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান বলেন, এক সাথে ধান কাটতে গিয়ে শ্রমিক সঙ্কট দেখা দেয় এই যন্ত্রটি শ্রমিক সঙ্কট সমাধানসহ কৃষকের খরচ কমিয়ে লাভবান করবে।
এদিকে এবার কৃষকেরা ধানের দাম বেশি পেয়ে মহাখুশি। তবে কয়েক দফা কাল বৈশাখী ঝড়ে অনেকের জমির ফসলের মাঠে হাটু পানি থাকার পরেও বাম্পার ফলন হয়েছে বলে জানান চাষীরা।
অন্যদিকে আধুনিক যন্ত্রের সুফল পেয়ে কৃষক আজিজুর রহমান, মো. শহীদসহ স্থানীয় কৃষকরা সংগঠনের মাধ্যমে যন্ত্রটি কেনার কথা জানান।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি প্রকল্পের মাধ্যমে সদরে কাজিরবাগ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের এক কৃষককে ভর্তুকি দিয়ে এ মেশিন দেওয়া হয়েছে। এতে সুফল পাওয়ায় অনেক জমির মালিক নিজেরাই মেশিনটি কেনার আগ্রহ দেখাচ্ছে। আগামী ৭ মে আরো একটি মেশিন বিতরণ করা হবে।
তিনি বলেন, এই মুহূর্তে দেশের শ্রমিক স্বল্পতার কারণে, সোনালী ধান ঘরে তোলতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। তাই প্রধানমন্ত্রীর দেয়া কৃষিখাতে ভর্তুকির মাধ্যমে এ কম্বাইন হারভেস্টার মেশিন উপজেলার কৃষকদের কল্যাণ বয়ে আনছে।
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ জানান, সুষম সার, বালাই ব্যবস্থাপনা ও নিয়মিত বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। বাজার মূল্যও ভালো আছে জানিয়ে এবার বোরো ধান থেকে ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”