স্টাফ রিপোর্টার :
উপকূলীয় অঞ্চলে জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে ফেনীতে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছে ১২০টি জেলে পরিবার।
রোববার, ৩ মে দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার জেলে পাড়ায় ৭০টি জেলে পরিবারকে খাদ্য সহায়তার ৮০ কেজি করে চাল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, আগামী মঙ্গলবার বাকি ৫০ জন জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
খাদ্য সহায়তা প্রদানকালে সুজন চৌধুরী বলেন, জাটকা নিধনরোধে গৃহীত পদক্ষেপের ফলে জাটকা আহরণকারী জেলেদের খাদ্য সংকট লাঘবে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং জেলেরাও খাদ্য নিরাপত্তায় রয়েছে।
জেলেদেও তালিকাভূক্তি বিষয়ে তিনি বলেন, এখানে জাটকা আহরণকারী জেলের সংখ্যা কম। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমন্বয় করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ভিত্তিতে তালিকা তৈরী করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটি তা অনুমোদন করে।
সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, জাটকা নিধনরোধে নভেম্বর হতে জুন পর্যন্ত দশ ইঞ্চির ছোট মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। আজ এপ্রিল ও মে মাসে ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
উপকারভোগী জেলে জগদীশ জলদাস বলেন, এ অঞ্চলে তেমন ইলিশ ধরা পড়ে না। ফলে এমনিতেই অভাব লেগে থাকে। নিষিদ্ধ সময়ে আমরা প্রায় কর্মহীণ অবস্থায় থাকি। সরকারের এ সহায়তা পরিবারসহ বেঁচে থাকা সহজ করে দেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
এ ব্যপারে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান অজেয় বাংলাকে জানান, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় নির্বাচিত জেলেদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান,জেলেদের খাদ্য নিরাপত্তায় এ উদ্যোগ সরকারের ইতিবাচক ভূমিকাকে আলোকিত করে। জেলেদের যেকোন প্রয়োজনে সরকারের সহযোগিতা সবসময় তারা পাবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন