স্টাফ রিপোর্টার :
রমজানে নিত্যপণ্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও বাজার স্থিতিশীল রাখতে ফেনী জেলা জুড়ে চলছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার, ৩মে সোনাগাজী উপজেলা সদরে অভিযান পরিচালিত হয় ।
এসময় তাৎক্ষনিকভাবে আদার দাম ৩২০ টাকা ও ১৭০ টাকা থেকে নেমে ১৪০ টাকায় এসে দাঁড়ায়। অভিযানকালে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে চার অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
অভিযান সূত্র জানায়, সোমবার সকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম সোনাগাজী বাজারে পৌঁছলে নিত্যপণ্যের দোকানদাররা প্রকারভেদে আদা কেজি প্রতি ১৭০ টাকা ও ১৪০ টাকায় বিক্রি করা শুরু করেন। এর আগে তারা অধিকমূল্যে ৩২০ টাকা দরে আদা বিক্রি করেছিল। অভিযানকালে বেশি দামে আদা বিক্রি ও মূল্য তালিকা না থাকায় আজিজ স্টোরকে তিন হাজার টাকা, মিন্টু স্টোরকে পাঁচ হাজার টাকা, জয়কালী ষ্টোরকে চার হাজার টাকা ও হাজী আবদুল আজিজ সওদাগরকে তিন হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল করিম ও সোনাগাজী থানার পুলিশ সদস্যবৃন্দ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা চার অসাধু ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন