অজেয় বাংলা ডেস্ক :
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন তিন রোগীর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে নগরীর পাথরঘাটা এলাকার ৫৫ বছর বয়েসী এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছিল। বাকি দুজনের মধ্যেও উপসর্গ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, তিনজনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
“নগরীর পাথরঘাটা এলাকার ওই নারী গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এছাড়া আইসোলেশন ইউনিটে ভর্তি আগ্রাবাদ থেকে আসা ৬৯ বছর বয়সী এক ব্যক্তি রোববার সকালে মারা যান। তার মধ্যেও করোনাভাইরাসের উপসর্গ ছিল বলে ডা. রব জানান।
তিনি বলেন, “ওই ব্যক্তির হৃদরোগও ছিল। গত বৃহস্পতিবার তিনি হাসাপাতালে ভর্তি হয়েছিলেন।”
শনিবার রাত ১০টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক রোগী মারা যান আইসোলেশন ইউনিটে।
নগরীর লালখান বাজার এলাকার ৭২ বছর বয়েসী ওই ব্যক্তি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান ডা. রব।
তিনি বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে, তারা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি না।
এখন মোট ১১৩ জন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে সাতজন আছেন আইসিইউতে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন