স্টাফ রিপোর্টার
ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, অসাধারণ যোগ্যতা ও নেতৃত্বগুণে তিনি এখন বিশ্ব নেতার খ্যাতি লাভ করেছেন।
বিশ্বের দরবারে চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে তিনি দশম স্থান অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতিসংঘে ৭১তম অধিবেশনে ভাষণ দেন। সেই সঙ্গে দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদান স্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হন।
গতকাল বুধবার ফেনী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আরো এগিয়ে নিতে দুই মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জেলা পরিষদ প্রসঙ্গে বলেন, গত পাঁচ বছর আগে জেলা পরিষদ নামে একটি উন্নয়নমূলক-সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান আছে তা প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানতো না। আমি প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর এ যাবত ছোট-খাট প্রায় ১৫০০ প্রকল্প বাস্তবায়ন করেছি। মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার স্থাপন, মাদ্রাসা, মক্তব, মসজিদ ও মন্দিরের উন্নয়নে কাজ করেছি। জেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাট নির্মাণ ও উন্নয়ন কাজ দৃশ্যমানভাবে চলছে। ইতোমধ্যে আমার ঐকান্তিক প্রচেষ্টায় ফেনী জেলা পরিষদ একটি উন্নয়নমূলক-সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে আইটিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকের ব্যবহারিক জীবনে এটিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলেই সরকার প্রদত্ত এই প্রশিক্ষণ সফল হবে।
‘সার্টিফিকেট ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স’ নামে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলী, সহকারী কমিশনার মমতা আফরিন, মুহাম্মদ আবুল মনসুর, মীক্ িমারমা, বেগম নাজমুন নাহার, আরিফুর রহমান, এএসপি ফাহিমা কাদের চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার এস এম রেজাউল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. তানিয়া আহমেদ, সহকারী বেতার প্রকৌশলী বেগম নাজিয়া হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
জেলা পরিষদের কর্মকর্তা আবদুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সৈকত কুমার শীল। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত কোর্সে দুই মাস ব্যাপী প্রতিদিন তিন ব্যাচে ৬০জন প্রশিক্ষণার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষায় বেসিক জ্ঞান লাভ করবে এবং ইন্টারনেট ব্রাউজিং শিক্ষা গ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেও মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন