আবু ইউসুফ মিন্টু :
করোনার মহাসংকটকালে দুর্ভাগাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমেই বাড়ছে। কি মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, অসহায়, হতদরিদ্র এবং দরিদ্র, কর্মহীন সব মানুষগুলি এখন এককাতারে দাঁড়িয়েছেন। সেসব অসহায় মানুষের দুদর্শার কথা ভেবে মেয়র সাজেল চৌধুরী বসিয়েছেন মানবতার বাজার, একে একে বিলাচ্ছেন ভালোবাসার পরশ, আড়াইমাস ধরে অবিরাম ছুটে চলছে মানবতার বাহনগুলি, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অভুক্ত মানুষের পেটের আহার । দিলখোলা মানুষটি নিরন্তন ছুটে চলায় লাখ লাখ মানুষের ভালোবাসা, আস্তার ও ভরসার সেতুবন্ধন যেন আরো বেশী সুদৃঢ় হচ্ছে। করোনা সংকট কালে মানুষের পাশে দাঁড়িয়ে মহানায়ক খ্যাতি পেলেও যেন কম হবে।
করোনাভাইরাসে পরশুরামের মানুষ এখন বিপর্যস্ত, কঠিন এক মুহুর্তের মুখোমুখি। করোনা সংকট ক্রমেই ঘনীভুত ও জটিলতর হচ্ছে। প্রাণঘাতি এই মহামারির তান্ডবে বিশ্বের ন্যায় পরশুরামও যেন চরম বিপর্যয়ের সম্মুখীন। কিন্তু তাতে কি বিপন্ন মানুষের দুঃসময়ের জন্য নিজেকে দলবল নিয়ে প্রস্তুত রাখছেন সে দানবীর খ্যাত সাজেল চৌধুরী।
প্রাণঘাতি করোনা বিশ্বে থাবা মেড়ে লন্ডভন্ড করে দিচ্ছে ঠিক সে সময় থেকে অর্থাৎ মার্চের শুরু থেকে পরশুরামে মানুষকে সচেতন করতে একের পর এক মাইকিং করে স্বাস্থ্য সচেতনামুলক প্রচার প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসীত হয়েছেন। উপজেলার সব মসজিদে একযোগে কোরআন খতরম মিলাদ, মাহফিল ও মোনাজাতের আয়োজন করেন।
জনগনকে সচেতন পাশাপাশি দেশে প্রথম যখন ৮ মার্চ করোনা রোগী সনাক্ত হয়েছে তখন পরশুরামে প্রায় ৪০ হাজার মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান সহ করোনা প্রতিরোধক সামগ্রী। বাজারের বিভিন্ন স্থানে হাতধোয়ার জন্য ড্রাম স্থাপন, পরশুরাম বাজারে জীবাণুনাশক করতে স্প্রে ছিটানো, সব সরকারী অফিসে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড ওয়াস বিতরণ করেন।
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন রাখতে মেয়র সাজেল স্ব শরীরে উপস্থিত হয়ে নিয়মিত বাজার মনিটরিং করা সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টাফদের দিয়ে নিয়মিতভাবে বাজার মনিটরিং করে ব্যাপক প্রশংসীত হয়েছেন।
তারপর শুরু হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের দীর্ঘমেয়াদী মহাকর্মযজ্ঞ।
তারপর কয়েকদফা মুরগি, মাছ, ডিম বিতরণ, শাকসবজি বিতরণ করেছেন দফায় দফায়।
মেয়র সাজেল চৌধুরী জানান সম্পুর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে রোযার শুরুতেই প্রায় ৩হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদের পুর্বে সমপরিমান পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। শুধু তাই নয় পরশুরাম উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রাক্তন ছাত্রনেতা, অসুস্থ্য ও প্রবীণ দলীয় নেতাকর্মীদের পরিবার এছাড়াও বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক সংগঠনে ঈদ উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করে জেলায় আলোড়ন সৃষ্টি করেন।
জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম জানান ছালেহ উ্িদ্দন ও হোসনে আরা চৌদুরী ফাউন্ডেশনের উদ্যোগে করোনা সংকটকাল দীর্ঘ হওয়ার শংকায় ভবিষ্যৎ এর কথা চিন্তা করে প্রায় ১৫একর জমিতে বিভিন্ন ধরনে সবজি আবাদ করছেন যাহা সম্পুর্ণ বিনামুল্যে বিতরণ করা হবে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল আহাদ চৌধুরী বলেন প্রত্যয়ে, সাহসে, আশাবাদে অদম্য, দৃঢ় মনোবলের প্রাণশক্তিতে উজ্জীবিত হয়ে ঘুড়ে দাঁড়াতে সদা প্রেরণা যোগাচ্ছেন মেয়র সাজেল চৌধুরী।
৭০তম দিনের ত্রাণ বিতরণ টিমের অন্যতম সদস্য আহাদ চৌধুরী আরো জানান যারা দিনমুজুর, কিংবা হতদরিদ্র এবং অসহায় অভুক্ত থাকছে, ঘরে বাজার সদাই বলতে কিছুই নেই আযের সবরকম পথ বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়েছে, অনেকের ঘরে খাদ্যসংকট প্রকট ভাবে দেখা দিয়েছে এমনসব মানুষদের খুঁজে খুঁজে তাদের বাড়ীতে নিয়মিত ভাবে মেয়র সাজেল চৌধুরীরা খাবার পৌছে দিচ্ছেন তারা।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন জানান এ জাতীয় দুর্যোগে আমারা এমন মানবসেবার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা মেয়র মহোদয়ের প্রতিকৃতজ্ঞ। ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়ার ৭৩ তম দিনে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছি। প্রাণঘাতি করোনা যতদিন থাকবে এবং কি যেকোন দুর্যোগ মুহুত্বে আমারা মানুষের জন্য কাজ করতে প্রস্তুত থাকব।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









