ঢাকা অফিস :
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের মৃতদের সৎকারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। মৃতদের সৎকারের জন্য পরিবহন ও দাহসহ সার্বিক সহযোগিতার জন্য দুইটি নম্বরও চালু করেছে এই ট্রাস্ট। নম্বর দু’টি হলো— ০১৫৫৬৪৬৪৯৮৯ ও ০১৭১৬৫০২১৫৯।
হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল এসব তথ্য জানান।
সুব্রত পাল বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু ধর্মাবলম্বীর বসবাস। আমরা চাই না কোনো প্রাণহানি ঘটুক। কিন্তু তারপরও যদি দুর্ভাগ্যক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটে, তবে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সার্বিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে কোথাও কোনো হিন্দু রোগীর মৃত্যু হলে সৎকারের জন্য লাশ পরিবহন ও দাহসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে। এ জন্য দুইটি ফোন নম্বরে যোগাযোগ করলেই আমাদের পক্ষ থেকে সাহায্য করা হবে।
তবে সবাইকে সামাজিক বিচ্ছিন্নতা মেনে চলার পরামর্শ দিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান বিশ্বে বেশিরভাগ দেশই নভেল করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সংক্রমণ এড়ানোর জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। আমরা সবাই এই সময়ে সামাজিক বিচ্ছিন্নতা কর্মসূচি মেনে চললে নিরাপদ থাকতে পারব। এভাবে আমরা আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারব। সমাজও তখন নিরাপদ থাকবে। আর এভাবে নিরাপদ হয়ে উঠবে বাংলাদেশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন