আতিয়ার সজল :
নিঃস্ব থেকে টাকার পাহাড়, তারপর এমপি হন পাপুল
মানবপাচারের দায়ে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের ৪ সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কুয়েত কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তদন্ত শুরু করা চারজনই কুয়েতি। এদের মধ্যে দু’জন জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, একজন সামরিক কর্মকর্তা এবং অন্যজন একটি কোম্পানির মালিক। ধারণা করা হচ্ছে নতুন করে যে চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় কুয়েতে মানব এবং অর্থ পাচার করে আসছিলেন পাপুল।
কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের আটকের ঘটনা প্রকাশ হওয়ার পর নির্বাচনী এলাকায় তার বিভিন্ন প্রতারণার বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা।
স্বতন্ত্র প্রার্থী হয়েও নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হলেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রাধান্য পায় তার পছন্দের তালিকায় থাকারা। নির্বাচনের পর নির্বাচনী এলাকায় তেমন একটা আসেন না বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৯৮৯ সালে বিদেশে যাওয়ার আগে কাজী শহিদ ইসলাম পাপুল ছিলেন নিঃস্ব। তবে আদম ব্যবসায় রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় তার। টাকার জোরে আওয়ামী লীগের নেতাদের কাঁধে ভর করে পার হয়েছেন নির্বাচনী বৈতরণী। গত সংসদ নির্বাচনের মাত্র বছর দুয়েক আগে এলাকায় আসেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামেন। মহাজোটের পক্ষে জাতীয় পার্টির নমিনেশন পেয়েও মোহাম্মদ নোমান অদৃশ্য কারণে ভোটের ৯ দিন আগে নিষ্ক্রিয় হয়ে এলাকা ছাড়েন। কিন্তু পাপুল এমপি হওয়ার পর তার সঙ্গে বনিবনা হয়নি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
মেয়র মোঃ ইসমাইল হোসেন খোকন বলেন, নির্বাচনের পর থেকে ওনার সাথে আমাদের তেমন কোন যোগাযোগ নেই। উনি তার কাজ ব্যক্তিগতভাবে করেন।
ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, নির্বাচনের সময় ওনার ইনভেস্ট ছিল। চা চক্রের জন্য তিনি টাকা দিতেন প্রতিমাসে।
৪ নম্বর সোনাপুর ইউপি সভাপতি আবাস উদ্দিন বলেন, তার বিষয়ে টিভিতে খবর দেখে আমাদের মাথা নিচু হয়ে যায়।
সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন