স্টাফ রিপোর্টার :
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সিরখীল গ্রামের ১৩৮দাগের ২২শতক সরকারী খাস জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যাক্তি।
মাওলানা নুর বক্স ও তার সহযোগী জসিম উদ্দিনের নেতৃত্বে জোর পুর্বক খাস জমি দখল করে নেয়। এই সময় তাদের লোকজনকে দিয়ে খাস জমির দেড়লাখ টাকার গাছ কেটে নিয়েছেন বলে স্থানীয় গ্রামবাসী লিখিত অভিযোগে উল্ল্যেখ করেছেন।
এই ব্যাপারে স্থানীয় লোকজন ওই সরকারি খাস জমি উদ্বার করতে রবিবার (২১জুন) ফেনী জেলার প্রশাসক, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।
বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নরনীয়ার মুন্সিরখিলের খোদাবক্স মৌজায় দুই গ্রামের শত শত মৃত মানুষের কবর ছিল।
স্থানীয়দের দাবির তোয়াক্কা না করে প্রভাবশালীরা সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মানের অব্যাহত রাখেন।
নুর বক্স মুন্সিরখিল গ্রামের মৃত আবু আহম্মদ এর ছেলে। এছাড়া জসিম উদ্দিন মজুমদার মুন্সিরখিল গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে । দুই জনের ভাড়াটে লোকজন কে দিয়ে প্রভাব খাটিয়ে মুল্যবান জমি দখল করে বর্তমানে বিভিন্ন স্থাপনা নির্মানের পাঁয়তারা করে যাচ্ছে।
পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং গ্রামবাসী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নুর বক্স ও জসিম উদ্দিন এর নেতৃত্বে জমি দখলের কাজ শুরু করলে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রভাবশালী ব্যাক্তিদের নাম ভাঙ্গিয়ে ভয় দেখিয়ে জোর পুর্বক ওই জমি নিজেদের দখলে নিয়ে যায় ।
স্থানীয় ইউপি সদস্য মো ইয়াছিন মজুমদার জানান নুর বক্স ও জসিম উদ্দিন বেআইনিভাবে ওই সরকারি খাস জমি নিজেদের দখলে নেয়। কাজে বাধা দেয়ায় তারা বিভিন্ন ব্যাক্তির নাম ভাঙ্গিয়ে ভয় দেখায়।
অপরদিকে জসিম উদ্দিন জানান তারা স্থানীয় কিছু লোকজনের দাবির প্রেক্ষিতে ওই স্থানে ঈদগাহ করার উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকার অবস্থান রত মাদ্রাসার প্রভাষক নুর বক্স এর ব্যাক্তিগত মোবাইল ফোনে একধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









