সুরঞ্জিত নাগ :
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। ৭১ বছরে একটি রাজনৈতিক দল পদার্পণ করেছে। বাঙালি জাতির পথ প্রদর্শক বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিক সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এতে বাঙালি জাতি উপকৃত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের তৎকালীন নেতারা ছিলেন অত্যন্ত ত্যাগী ও নির্লোভ এবং ব্যক্তিত্বসম্পন্নরাই নেতৃত্ব দিয়েছেন। যা বর্তমানে কিছুটা অভাব দেখা যাচ্ছে। সময়মত তা কেটেও যাবে।
আজ মঙ্গলবার, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁর বাসভবনে নিজস্ব কার্যালয়ে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ের স্মৃতিপট তুলে ধরে আজিজ আহম্মদ চৌধুরী বলেন, হোসেন সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, শ্যামা প্রসাদ মুখার্জী, সুভাষ চন্দ্র বোস, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুল হামিদ খান ভাসানীসহ তাঁদের অবদান ছিল অবিস্মরণীয়। আজও মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরবর্তীতে জাতিকে পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু জাতিকে সুসংগঠিত করতে সক্ষম হন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর উদাত্ত আহ্বানের মাধ্যমে জাতির অধিকার আদায়ে সংগ্রামের দিকে নিয়ে যায়। পরবর্তীতে তাঁরই যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি রাষ্ট্র ও পতাকা অর্জনে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধুর জীবনটাই ছিল ত্যাগের মহিমায় মহিমান্বিত। জাতির ত্রাণকর্তা হিসেবে এ ধরাধামে স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ হিসেবে তিনি আবির্ভূত হন।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল। এই গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে পূর্বের ত্যাগী নেতাদের আদর্শ অনুসরণ করে ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা গড়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনার সাহসী ভূমিকায় সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গিতে জাতিকে গতিশীল শক্তিতে পরিণত করতে সক্ষম হয়েছেন। করোনার কারণে অর্থনীতিতে সামান্য স্থবিরতা বিরাজ করছে। বর্তমান পর্যায়ে দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় কোনো অভাব নেই। বঙ্গবন্ধু কন্যা দারিদ্রপীড়িত জাতিকে আর্থিক সক্ষমতায় পৌঁছাতে তিনি সক্ষম হয়েছেন। তাঁরই অবদান দলীয় ইতিহাসে তথা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে করোনাকে মোকাবেলা করেছেন সহসায় আমরা এ অভিশাপ থেকে মুক্তি পাবো। এ দূর্যোগে সাহস রাখতে হবে। দূর্যোগকে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। অর্থনীতির চাকাকে সচল করে উন্নতির শিখরে এগিয়ে যেতে পারি এ কামনা করছি।
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য বলেন, বৈশ্বিক দুর্বিপাকের কারণে আজকে আমরা দলের আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক আকারে পালন করতে পারছি না। সীমিত আকারে পালন করতে হচ্ছে। একটা সময় আসবে জনতাকে নিয়ে উন্মুক্ত স্থানে পালন করা হবে।
তিনি প্রয়াত নেতাদের উদ্দেশ্য শোক প্রকাশ করে বলেন, করোনায় আমাদের বেশকিছু নেতা ইন্তেকাল করেছেন। তিনি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। অসুস্থদের সুস্থ করে তোলার জন্য স্রষ্টার কাছে নিবেদন করেন।
করোনাপূর্বে ফেনী জেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সমাবেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়। এতে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির ভূমিকাই প্রশংসনীয়। তবে তৃনমূল পর্যায়ে কমিটিগুলো কার্যকর হলে দলের গতিধারা উজ্জ্বল হবে, দলের সম্পৃক্ততা বাড়বে। প্রবীণ আওয়ামী লীগ নেতা মনে করেন, সকলকে ত্যাগী ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে দলকে এগিয়ে নিতে হবে।
পরিশেষে তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রমবিকাশ ঘটুক এটাই কামনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”