বিশেষ প্রতিনিধি :
প্রয়োজনীয় জনবল সংকটে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ক্রমাগত বেড়ে চলা শ্বাসকষ্টের রোগী এবং তীব্র জনবল সংকটে ভেঙে পড়তে পারে আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা।
করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে অতিমাত্রায় রোগীর চাপ, রোগী ও দর্শনার্থীদের অসহযোগিতায় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী।
তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) আইসোলেশনে ভর্তি রয়েছে ১১৩ জন রোগী। এদের মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন, অথচ সেবা প্রদানে নেই জনবল।
অন্যদিকে রোগী ও দর্শনার্থীর রয়েছে চিকিৎসা না পাওয়ার তীব্র অভিযোগ। অক্সিজেন সংকট, চিকিৎসা সেবায় নেই ডাক্তার নার্স। একজন রোগীর অভিভাবক দিদারুল আলম বলেন, শ্বাসকষ্ট থাকার পরও তাৎক্ষণিক মিলছে না অক্সিজেন। রোগীর চিকিৎসায় আসছে না কেউ।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালে নেই প্রয়োজনীয় ডাক্তার। তীব্র সংকট নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর। রোগীদের অক্সিজেন অপচয়ের ফলে সৃষ্টি হচ্ছে সংকট।
তত্ত্বাবধায়ক বলেন, মোট পদের বিপরীতে নার্সের পরিমাণ প্রায় অর্ধেক। এভাবে রোগী বাড়তে থাকলে মানবিক বিপর্যয় ঘটতে পারে।
ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে ৫৫ জন ডাক্তারের পদ থাকলেও ৫০ জন রয়েছেন। ১৪৬টি মঞ্জুরীকৃত পদ থাকলেও সবমিলে নার্স রয়েছেন ৮২ জন। সারাদেশে নতুন ৫ হাজার নিয়োগকৃত নার্সের মধ্যে ফেনীতে ৬৫ জন পদায়নের কথা থাকলেও নতুন নার্স এসেছে ৫ জন।
এছাড়াও আরও ৩১ জন নার্স ফেনী হাসপাতালে বদলি করা হলেও যোগ দিয়েছেন ১৫ জন। এদের সবাই ৮২ জনের অন্তর্ভূক্ত। পাশাপাশি সরকারি নির্দেশনা মতে শারীরিক জটিলতার কারণে করোনা রোগীর চিকিৎসা হতে বিরত রয়েছেন ৮ জন চিকিৎসক।
ডা. ইকবাল জানান, ৩ জন করে তিন শিফটে জরুরি বিভাগে রোগী দেখেন ডাক্তাররা। প্রতি টিমে নার্স রয়েছেন ৬ জন, ওয়ার্ড বয় ও আয়া ৬ জন এবং ইন্টার্ন ৬ জন। কোনো টিমে কেউ যদি করোনা পজিটিভ হয়, তবে পুরো টিম আইসোলেশনে চলে যেতে হবে। ফ্লু কর্নারে ৪ জন ডাক্তার পর্যায়ক্রমে ৭ দিন করে নিয়মিত বহির্বিভাগে রোগী দেখছেন। আইসোলেশন ওয়ার্ডে প্রতি শিফটে ১ জন ডাক্তার, ২ জন নার্স ও ৩ জন ওয়ার্ডবয় ও আয়া কাজ করছে।
ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, ৩০ জন রোগীর সেবায় যতটুকু জনবল রয়েছে তাতে চালানো গেলেও তিনগুণের বেশি রোগীকে এ জনবলে সেবা নিশ্চিত সম্ভব নয়। এ মুহূর্তে ১০ জন ডাক্তার ও নার্স করোনা পজিটিভ এবং আরও ৯ জন করোনা উপসর্গে ভুগছে। ফলে জনবল সংকট আরও তীব্রতর হচ্ছে।
ডা. ইকবাল হোসেন বলেন, ভর্তিকৃত প্রায় প্রত্যেক রোগী শ্বাসকষ্টে ভুগছেন এবং তাদের প্রত্যেককে অক্সিজেন ও প্রয়োজনীয় ইনজেকশনসহ ঔষধ যথাসময়ে প্রদানের বিকল্প নেই। বিশেষ করে নার্সের সংকট দূর করা না গেলে রোগীর যথাযথ সেবা নিশ্চিত করা অসম্ভব।
তিনি জানান, করোনা রোগীর চিকিৎসায় এক্স-রে রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একমাত্র টেকনিশিয়ান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। ফলে একজন রোগীর ফুসফুসের সংক্রমণের ধারণা পেতে সমস্যা প্রকট হচ্ছে। একইসঙ্গে হাই ফ্লো অক্সিজেন সেবা প্রদানের জন্য প্রশিক্ষিত একটি আলাদা জনবল প্রয়োজন হয়। ফলে জনবল সংকট আরও ঘনীভূত হয়েছে।
তিনি বলেন, নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে প্রয়োজন কমপক্ষে ১০০ মেনিফোল্ড সিলিন্ডার কিন্তু রয়েছে ৩৮টি। পূর্বের ৮টির সঙ্গে গত মাসে ব্যক্তিগত সহায়তা হিসেবে ১০টি সিলিন্ডার দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। স্বাস্থ্যবিভাগ চলতি সপ্তাহে দেয় আরও ২০টি সিলিন্ডার। কিন্তু আরও সিলিন্ডারের অভাবে ক্রমাগত বেড়ে চলা রোগীর কারণে অক্সিজেন মজুদ করা যাচ্ছে না।
প্রয়োজনীয় জনবলের চাহিদা প্রেরণ প্রসঙ্গে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট বিভাগে জনবল চেয়ে নিয়মিত চিঠি প্রেরণ করা হচ্ছে। জনবল পেলে রোগীর যথাযথ সেবা প্রদানে কোনো বাধা থাকবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”