স্টাফ রিপোর্টার :
ফেনীতে আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তাবলীগ জামায়াতের আয়োজনে ও আহালে সুরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক ইজতেমা মাহফিল। শহরের অদুরে ঢাক-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-কুমিল্লা পুরাতন সড়কের পাশে দেবীপুরের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলকে সফল করতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সরওয়ার আলম, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, স্বাস্থ্য, র্যাব, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী ও তাবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সরওয়ার আলম মাহফিলের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি জানান,
গত ২১ ডিসেম্বর থেকে প্যান্ডেল, পয়ঃনিস্কাসন, পানি সরবরাহসহ বিভিন্ন কাজের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৫০০ স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করছে।
ইজতেমার মাঠের মূল প্যান্ডেল সাড়ে ৬ লাখ বর্গফুটের। ৫০ হাজার লোকের থাকার ব্যবস্থা, দেড় লাখ লোক বসে এবং প্যান্ডেলের আশেপাশে প্রায় দুই লাখ লোক বয়ান শুনতে পারবে।
খাবার পানির জন্য স্থানীয় তিনটি গভীর নলকুপ, অজু গোসলসহ অন্যান্য কাজের জন্য ২০টি অগভীর নলকুপ স্থাপন করা হবে। স্যানিটেশন সহ সব ব্যবস্থা হচ্ছে। নিরাপত্তার জন্য পুলিশ কন্ট্রোল রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ২৪ ঘন্টা মেডিকেল টিম কাজ করবে।
এছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-কুমিল্লা পুরাতন সড়ক থেকে মাহফিলের স্থান পর্যন্ত যাতায়াতের সড়কও প্রশস্থ করা হচ্ছে। শহর থেকে মুসল্লীদের যাতায়তের সুবিধার জন্য ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টাউন সার্ভিসের বাসগুলো স্টারলাইন পাম্প পর্যন্ত যাওয়া-আসার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন ইজতেমা মাহফিলের স্থান পরিদশর্ন করে দেখা গেল ব্যাপক প্রস্তুুতি। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন নিরলসভাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”