আবু ইউসুফ মিন্টু :
পরশুরামে করোনা সংকটে রাতের আধাঁরে কর্মহীন, দরিদ্র, হতদরিদ্র এবং মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার শততমদিন পুর্ন করলেন মেয়র সাজেল চৌধুরী।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর ব্যক্তিগত তহবিল থেকে, ত্রান-সহায়তা কার্যক্রমের ১০০তম দিন পুর্ণ উপলক্ষ্যে গতকাল ছাত্রলীগের উদ্যোগে সংক্ষিপ্ত সভার আয়োজন করেন।
সোমবার (১৩ জুলাই) বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইয়াসমিন আক্তার।
শততম দিনের দীর্ঘ কার্যক্রম তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। করোনা প্রাদুর্ভাবের জনগনকে সচেতন পাশাপাশি দেশে প্রথম যখন ৮ মার্চ করোনা রোগী সনাক্ত হয়েছে তখন পরশুরামে প্রায় ৪০ হাজার মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান সহ করোনা প্রতিরোধক সামগ্রী। বাজারের বিভিন্ন স্থানে হাতধোয়ার জন্য ড্রাম স্থাপন, পরশুরাম বাজারে জীবাণুনাশক করতে স্প্রে ছিটানো, সব সরকারী অফিসে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড ওয়াস বিতরণ করেন।
দব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে মেয়র সাজেল স্ব শরীরে উপস্থিত হয়ে নিয়মিত বাজার মনিটরিং করা সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টাফদের দিয়ে নিয়মিত ভাবে বাজার মনিটরিং করে ব্যাপক প্রশংসীত হয়েছেন।
তারপর শুরু হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের দীর্ঘমেয়াদী মহাকর্মযজ্ঞ।
তারপর কয়েকদফা মুরগি, মাছ, ডিম বিতরণ, শাকসবজি বিতরণ করেছেন দফায় দফায়।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম।
ছাত্রলীগ নেতা আবদুল আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জ্বামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাকির হোসেন চৌধুরী, পরশুরাম পৌর সভার কাউন্সিলর এনামুল হক এনাম, নিজাম উদ্দিন সুমন, কামাল উদ্দিন, আবদুল মান্নান লিটন সহ পরশুরাম উপজেলা ছাত্রলীগ নেতা জাবিবুর রহমান সাকিব সহ নেতৃবৃন্দ
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









