স্টাফ রিপোর্টার :
সারাদেশের ন্যায় ফেনীতেও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে ফেনী ডায়াবেটিস হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের আইসিইউসহ চিকিৎসা চালু করা হয়েছে।
ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, গতকাল বুধবার থেকে হাজী নজির আহম্মদ আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। করোনায় উদ্ভুত পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ফেনী ডায়াবেটিক সমিতি সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ভর্তিকৃত সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সুবিধাও প্রদান করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, হাজী নজির আহম্মদ ২১ শয্যার করোনা আইসোলেশন ইউনিটে বুধবার প্রথমদিনই পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনা শনাক্ত হওয়া দুই ব্যক্তি রয়েছেন। রোগীদের সেবায় দিনে তিন শিফটে ৩জন মেডিকেল অফিসার সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৬ জন নার্স, ২জন আয়া, ২ জন ওয়ার্ড বয় ও ২জন পরিচ্ছন্নকর্মী নিয়োজিত রয়েছেন। বর্তমানে হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মফজলুল হক চৌধুরীর নির্দেশনায় রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে।
করোনা ইউনিটে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শহরের শহীদ সেলিনা পারভীন সড়কে হাসপাতালের তত্ত্বাবধানে নির্দিষ্ট বাসা বরাদ্ধ রয়েছে। তারা ডিউটির পর ওখানেই অবস্থান করবেন।
ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, ফেনী ট্রমা সেন্টার ও মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্র করোনার ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হলেও নানা সংকটে এটি চালু হয়নি। তাই ফেনী জেনারেল হাসপাতালে সরকারিভাবে করোনা চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি যথাযথ নিয়ম মেনে বেসরকারি উদ্যোগে আরো করোনা চিকিৎসা চালু করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে। ফেনী ডায়াবেটিস সমিতির এমন উদ্যোগকে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করেন।
উল্লেখ্য; হাজী নজির আহম্মদ গ্রুপের অর্থায়নে ফেনী ডায়াবেটিস হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। গত শনিবার নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ইউনিটের উদ্বোধন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”