সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে বৃষ্টি চলাকালে ঘরের চালায় আশ্রয় নেওয়া এক মাদরাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে জসিম উদ্দিন (৪০) নামে একজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গত রোববার দুপুরে উপজেলার বগাদানা ইউনিয়নের ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গুণক এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক এলাকার সুলতান আহম্মদের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার একটি মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। ধর্ষক জসিম উদ্দিন একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। গত রবিবার সকালে ওই ছাত্রীর মা বেসরকারি একটি এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে পাশের বাড়ীতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় ওই ছাত্রী তার মাকে খুঁজতে বের হয়। এসময় পথিমধ্যে বৃষ্টি শুরু হলে ছাত্রীটি পাশের বাড়ির জসিম উদ্দিনের ঘরের চালার নিচে আশ্রয় নেয়। এসময় বাড়িতে কেউ না থাকায় জসিম উদ্দিন ছাত্রীটিকে টেনে-হেঁচড়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। তিনি বিচার চেয়ে বিষয়টি জসিম উদ্দিনের পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্যকে জানান। তারা বিষয়টি সমাধান করবেন বলে কালক্ষেপন করে ছাত্রীর পরিবারকে থানায় আসতে বাধা দেয়।
ছাত্রীর মা জানায়, জসিমের পরিবার ও স্থানীয় এক ইউপি সদস্য তাদেরকে থানায় আসতে বাধা দেন। পরে তারা মঙ্গলবার রাতে এক আত্মীয়ের সহায়তায় থানায় এসে মামলা করেন। তিনি ধর্ষক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
সোনাগাজী মডেল থানার এসআই মো. বেলায়েত হোসেন বলেন, ২২ জুলাই বুধবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ধর্ষণের ঘটনার থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে বখাটে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন