সুরঞ্জিত নাগ :
ফেনীতে সরকারি খাদ্যগুদামে ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি গুদামে ধান বিক্রি না করে খোলা বাজারে ধান বিক্রি করছে কৃষক। গত তিন মাসে সরকারিভাবে ধান ক্রয় করা হয়েছে ১২শ ১৩ মেট্রিক টন। বাকি ৩৫ দিনে লক্ষ্যমাত্রা অর্জনে কিনতে হবে ২৭শ ৮৪ মেট্রিক টন।
ফেনী সরকারি খাদ্যগুদাম সূত্র জানায়, চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩৯শ ৯৭ মেট্রিক টন। প্রতিকেজি ধানের মূল্য ২৬ টাকা এবং প্রতি মন ১ হাজার ৪০ টাকা। ধান ক্রয় শুরু হয় গত ১২ মে থেকে। যা চলবে আগামী ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। এ পর্যন্ত ধান ক্রয় করা হয়েছে ১২শ ১৩ মেট্রিক টন। ক্রয় বাকি ২৭শ ৮৪ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে ২৬ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৫ মেট্রিক টন।
উপজেলার বিভিন্ন ধানের বাজার ঘুরে দেখা গেছে, কৃষক খোলাবাজারে ধান বিক্রি করছে। কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে অনেক নিয়মনীতি মানতে হয়। বিক্রয়কৃত ধানের টাকা পেতে সমস্যা হয়। কোন সমস্যা ছাড়াই খোলা বাজারে ৯০০ টাকা মন দরে ধান বিক্রি করে সহজে টাকা পাওয়া যায়। যে কারণে আমরা সরকারি গুদামে ধান বিক্রি না করে খোলা বাজারে ধান বিক্রি করছি।
ফেনী সদর উপজেলা সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. শাহীন মিয়া জানান, খোলা বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি গুদামে ধান বিক্রির আগ্রহ কমে গেছে কৃষকের। খোলা বাজারে ধানের দাম কমে গেলে এ উপজেলায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
এ ব্যাপারে উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, করোনা পরিস্থিতির কারণে কৃষক ধান মজুদ করেছে। ফলে সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ কম হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”