স্টাফ রিপোর্টার :
ফেনী শহরের মাষ্টারপাড়ার নিজ বাড়ী প্রাঙ্গণ ‘মুজিব উদ্যানে’ পূর্বনির্ধারিত মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। নিজ দলের প্রতিপক্ষরা শহরকে অবরুদ্ধ
করে রেখেছেন বলে অভিযোগ করেন জেলা আওয়ামীলীগের সাবেক এ সাধারণ সম্পাদক।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের কর্মসূচী ঘোষণা কররেছিলেন জয়নাল হাজারী। শনিবার বিকালে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, কর্মসূচীকে ঘিরে ফেনী শহরে মুক্তিযোদ্ধাদের প্রবেশে বাধা
দেয়া হয়েছে। শহরের প্রবেশপথে, পাড়া-মহল্লায় পাহারা বসানো হয়েছে। পথে পথে বাধা এমনকি হুমকি-ধমকি ও ভয়-ভীতি দেখানো হয়েছে। কয়েকজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে
বলেও তিনি অভিযোগ করেন।
জয়নাল হাজারী আরো বলেন, মাষ্টারপাড়ায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তার পরিবারের লোকজনকেও বাড়িতে প্রবেশে
বাধা দিয়েছে। ভাতিজিকেও তারা লাঞ্ছিত করেছে। এছাড়া তার বাড়ির সামনে ৫টি মাইক বাজানোয় তিনি বিশ্রাম কিংবা কারো সাথে কথাও বলতে পারছেননা। উচ্চস্বরে মাইক বাজানোর ফলে সাংবাদিক সম্মেলনেও তার সব কথা বোঝা যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেনী আসার আগেই তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেককেই অবহিত করেছেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২
আসনের সংসদ সদস্য নিজাম হাজারীকে ইঙ্গিত করে এসব ঘটনার জন্য তিনি ও তার অনুসারীদের দোষারোপ করেন।
গত বৃহস্পতিবার রাতে জয়নাল হাজারীর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে জয়নাল হাজারী ছাড়া তাঁর অনুগত কোন নেতা কর্মীকে দেখা যায়নি।
এর আগে জয়নাল হাজারী নিজের ফেসবুক পেজে তিনি ও তাঁর অনুগত সাবেক দুই যুবলীগ নেতা আরজু ও শাখাওয়াতকে সিন্ডিকেট নেতাকর্মীরা হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ
করেন।
প্রসঙ্গত- ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী এবং সোনাগাজী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বাদী হয়ে জয়নাল হাজারী ও তাঁর অনুগতরা খুন করতে পারে আশঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
অপর দিকে গতকাল শনিবার সকালে ফেনী জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, একটি মহল শান্ত
ফেনীকে আবার অশান্ত করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, ফেনীকে অশান্ত করতে দেওয়া হবে না। এ ধরনের যে কোন বিষয় প্রতিহত করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









