স্টাফ রিপোর্টার :
ফুলগাজী উপজেলার জিএমহাটের নুরপুর গ্রামে গভীর রাতে সাবিনা মেয়ে থেকে ছেলে বনে যাওয়ার ঘটনাটি ঘটেছে এমন খবরের ভিত্তিতে দৈনিক অজেয় বাংলা পত্রিকায় ‘জিএমহাটে কথিত জ্বীন ভাইয়ের নির্দেশে- এক মেয়ে, ছেলে বনে যাওয়ার দাবি! রহস্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা’ এ শিরোনামে সোমবার সংবাদটি প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা সাবিনার বাড়িতে গিয়ে তাকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করতে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামছুদ্দিন ইলিয়াছ, জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, সির্ভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের ও দৈনিক অজেয় বাংলা ফুলগাজী প্রতিনিধি ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি মো. সাহাব উদ্দিন। হাসপাতালে নিয়ে গেলেই সত্য ঘটনা বেরিয়ে আসে। জ্বীনের নির্দেশে সাবিনা মেয়ে থেকে ছেলে বনে যাওয়ার ঘটনাটি সমূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার পর দেখা গেছে, সাবিনার গোপন স্থানে রাবারের তৈরি কৃত্রিম পুরুষাঙ্গ লাগানো রয়েছে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপেই সাবিনার ভুয়া প্রতারণা ও ভন্ডামির ঘটনা ফাঁস হয়ে যায়। এ ঘটনায় সাবিনা, তার বাবা সফিকুর রহমান পাটোয়ারী ও মা শামছুন্নাহারকে আটক করেছে ফুলগাজী থানার পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবিনা ও তার পরিবার দীর্ঘদিন ধরে মিথ্যা কথার ফুলঝুড়ি দিয়ে কথিত জ¦ীনের দোহাই দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে আসছিল। সাবিনার বাবা জানান, গত একবছর থেকে তাঁর মেয়ে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে জ্বীন হাজিরা মেলাতেন। তাদেরকে মানুষ অনেক টাকা পয়সাও দিয়ে যেতেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ প্রতারণার দায়ে সাবিনাসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত; সাবিনা ফুলগাজী উপজেলার জিএমহাট রাহাতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। পাঁচ বোনের মধ্যে সাবিনা ছিলেন তৃতীয়। গত ১ ফেব্রুয়ারি ফুলগাজী উপজেলার জিএমহাটের নুরপুর গ্রামে গভীর রাতে সাবিনা মেয়ে থেকে ছেলে বনে যাওয়ার ঘটনাটি ঘটেছে বলে তার পরিবার জানান। এলাকায় বিষয়টি জানাজানি হলে সাবিনাকে দেখার জন্য তার বাড়িতে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ ধরনের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সচেতন মহল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”