পা রাখতেই অন্ধকারে পরছি। মরছি একই অন্ধকারে। সাথে পৃথিবী হচ্ছে আহত। আর আহতর সাথে বাঙালি পালাচ্ছে, অলরেডি পালিয়ে কাঁদছে বিশ্ব নাগরিকও। কাঁদবে না ক্যান? আমরা কি জাহানারা ইমাম, সুফিয়া কামাল,প্রীতিলতাদের মত জননী পেয়েছি? দু’কান সজাগ রাখলে বেশ শোনা যায়, না। এই ‘না’ শব্দটিই সত্য হয়ে যায় আজকাল। আমাদের এখানকার জননীরা চায়, পোলা ঘুম থেকে উঠে কাজে যাক। দিনভর মাটি কাটুক। সন্ধ্যা হলে ঘরে ফিরুক। সাংবাদিকতা হেইডা আবার কি? প্রশ্ন রাখে এখনকার জননীরা। এই ‘কি’ শব্দটার কারণে বাবা’রা হয়ে শক্তিহীন আর পৃথিবী হয় নিশ্চুপ। তাই তো আমরা হাঁটতে গিয়ে এক আলোহীন অন্ধকারে পা রেখে নিজ দেহ হারাচ্ছি! ফলে কি হচ্ছে- ‘সাংবাদিক’ শব্দটি এতিম ও দূর্বল হয়ে পরছে। আমার দেশে সুস্বপ্ন দেখতে নেই, দেখে না জননী আর বোনেরাও। কারণ, প্রার্থনার আড়ালে কামনা হয়- ছেলে কাজ করুক। বদলা হোক। আর পারলে সন্ত্রাসী স্টাইলে দেশকে কাটুক। এভাবে দেশ কাটলে ‘আলো’ হেরে ‘অন্ধকার’ জিতবে। সন্দেহ আছে? সন্দেহ নেই, জিতবে ঐ অন্ধকার! এই জিতাটা অতিতেও হয়েছে। যেমন গবেষক লেখক হুমায়ুন আজাদ, সাংবাদিক সাগর রুনিসহ যাঁরা কালো হাতের শিকারে অকালে চলে যেতে হয়েছে এবং যাচ্ছেও। প্রাবন্ধিক অভিজিত রায়, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন’রা নিয়মিত অস্ত্র ও চাপাতির মুখে সুন্দর প্রাণ দিয়ে যাচ্ছেন! আরো যাবে। কেউ আড়ালে, কেউ জনসমক্ষে। এই যাবেটা অসত্য নয় বরং খুব সত্য হয়ে উঠছে স্বাধীন ছোট্ট এই বাংলাদেশটিতে।
দুই :
আবদুল হাকিম শিমুল। একটি সুন্দর নাম বৈকি। তার সাথে জড়িয়ে আছে একটি শিশুসোলভ চেহারার সাথে সাংবাদিক শব্দটিও। আর এই সুন্দর ও শিশুসোলভ ব্যক্তিটি তাঁর সততা কর্ম আর সৃষ্টিশীলতার মাঝে দেশ ও জনপ্রতিনিধিদের কাছে পরিচয় রাখতে সক্ষম হন একজন সংবাদকর্মী হিসেবে। এখানে বলেরাখা ভালো যে, মানুষ চিরকাল ভুল পথে হাটে। কেউ শুদ্ধ নয়। শুদ্ধ নয় লেখক সাংবাদিক এবং গবেষকেরাও। কেবল বলতে গেলে আজ বেশ শুদ্ধ হয়ে উঠছে আমাদের সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা আজকাল অনেকের মাঝে প্রিয়ও হয়ে উঠছে। কারণ তারা সহজেই নেতা বনে যায়। নেতা হওয়ার যোগ্যতা রাখে না এমন অনেকে জনগণের প্রতিনিধি সাজে। পথঘাটে চলার মাঝে ওই অযোগ্য নেতারা আবার সালামও পায়! পেশা ও পরিচয়ের মধ্য দিয়ে নিঃসন্দেহে বলা যায় আবদুল হাকিম শিমুল সম্পূর্ণ নির্দোষ ছিলেন। আর এই নির্দোষ ব্যক্তিটি তার সততার মাঝে সন্ত্রাসীদের কাছে মাথা নত করেনি বলে সামান্য একজন মেয়রের হাতে জীবন দিতে হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই এই মহান সংবাদকর্মীটি গুলির যন্ত্রণায় নিশ্চয় চটপট করতে করতে মারা গেছেন। তবে কি মানুষ তাঁর- স্রষ্টার কাছে নত না হয়ে- ওই সন্ত্রাসদের কাছে মাথা সমর্পণ করতে হবে? আজকের বাংলাদেশ তো এমন কিছুই বার্তা দিয়ে যাচ্ছে।
তিন :
একজন সাংবাদিক মরলে কিংবা পুঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুইয়ে কাতরালে ঐ অপরাধীরা স্বর্গদূতের মতো আনন্দ আর বিজয় বলে নেচে উঠে। তা ছাড়া এই পাপী অপরাধীদের উপর প্রতিবাদ কিংবা আইনী ব্যাবস্থা নেয়ার কোনো সুযোগও থাকে না। কারণ এরা সহজে পিস্তল চাপাতি পায়। এগুলো দিয়ে খুন করতে বড় বড় নেতাদের কাছ থেকে হুকুমও পায়। এদেরকে অবশ্য ‘হুকুমবাহিনি’ও বলা হয়। এহেন পরিস্থিতির মাঝেও বিচার তো হয়েই না বরং সন্ত্রাসদের পক্ষ নেয় পুলিশ প্রশাসন। সাংবাদিক হত্যা, নির্যাতন, খুন এই জাতীয় শব্দগুলি এখন সহজ হয়ে দাঁড়িয়েছে। আর সহজ হয়ে দাঁড়িয়েছে বলেই খুব সহজে গত বৃহস্পতিবার সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে জীবন দিতে হলো সন্ত্রাসীর হাতে। মাত্র ৪৭ বছর বয়সে সাংবাদিকতা নামের সেবামূলক পেশাটি ছেড়ে পৃথিবী থেকে সহজেই চলে যেতে হয়েছে ঘাতক হালিমুল হক মিরু’র শটগানের গুলির আঘাতে! তবে কি মেয়র হালিমুল হক মিরু বাংলা ছবির ভিলেন হতে চেয়েছিলো? তার ‘মেয়র’ পদটি তো খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্রও। এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ শব্দ দুটিকে মেয়র হালিমুল হক মিরু কলংক করেনি? নিশ্চই করেছে। যাঁরা ক্ষমতা দিয়ে বসিয়েছে তাকে- তাঁরা তো আর জানতে না যে, মিরু কতটা তাঁদের দলের জন্য ‘অযোগ্য ছিলো। সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব এবং রাষ্ট্র ও জনগণের কথা বলতে গিয়ে এইসব নির্যাতনের শিকার হচ্ছেন বারবার। আর সন্ত্রাসীরা উপরমহলের ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এসব হামলা হত্যা চালাচ্ছে বেশ সু কৌশলে। তবে আশার কথা হচ্ছে, আবদুল হাকিম শিমুলের হত্যাকারী হালিমুল হক মিরু গ্রেফতার হয়েছে। সৎ নিরপেক্ষ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যে জীবন দিয়েছেন- সে হত্যাকরীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
লেখক : গল্পকার ও সম্পাদক, ভাটিয়াল
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”