আবুল হাসান :
৪২ লাখ টাকা ব্যয়ে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া সড়ক মেরামতের কার্যাদেশের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সড়ক মেরামতের কাজই শুরু না হওয়ায় লক্ষাধিক এলাকাবাসী দিন কাটছে চরম দুর্ভোগে। খানাখন্দকে ভরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাধ্য হচ্ছেন যানবাহনসহ এলাকাবাসী । এদিকে, ঠিকাদারের সাথে সুর মিলিয়ে উপজেলা প্রকৌশলীর বক্তব্যও বৃষ্ঠির কারণেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করা যায়নি ।
জানাগেছে, উত্তর মন্দিয়া থেকে দক্ষিণ মন্দিয়া পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দকের কারণে কয়েক বছর ধরে অনেকটা চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর কষ্ট লাগবের জন্য সড়কটির ১৩৯৫ মিটার সংস্কারের জন্য সরকার ৪২ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ রেখে কার্পেটিং ও ১৩৮মিটার প্যালাওয়াল দেয়াল নির্মাণের জন্য কার্যাদেশ দিয়েছে গত বছরের ৪ ডিসেম্বর । মীর হোসেন এন্টারপ্রাইজ ও তুলিতুশি এন্টারপ্রাইজ কাজটি পেয়েছিল । চলতি বছরের ২৯ জুলাইয়ের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও অদ্যাবধি সড়কটি সংস্কারের কাজই শুরু করেনি ঠিকাদারপক্ষ এমন অভিযোগ এলাকাবাসীর ।স্থানীয় হাট-বাজার,স্কুল,কলেজ,মাদ্রাসাগামী হাজার হাজার এলাকাবাসী বাধ্য হয়ে ওই সড়ক দিয়ে চলাচল করতে হয় । ছাগলনাইয়া পৌর শহর জমাদ্দার বাজার থেকে কয়েক বছর ধরে দক্ষিন মন্দিয়া পুলের গোড়া পর্যন্ত যাত্রী বহন করে সিএনজি অটোরিকসা। রাস্তার বেহাল দশার কারণে আগের মতো যাত্রী বহনে আগ্রহী নন সিএনজি চালকরা । কার্যাদেশ হওয়ার পরও খানাখন্দকে ভরা বন্ধুর সড়কটি সংস্কারের কাজ শুরু না হওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী ।
এ ব্যাপারে জানতে চাইলে রোববার সকালে ঠিকাদার মামুন জানান, বৃষ্টির কারণে সড়কটির কাজ শুরু হয়নি, সহসা শুরু হবে ।
ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান ঠিকাদারের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, বৃষ্টির কারণে কাজ শুরু হয়নি, সপ্তাহখানিকের মধ্যে শুরু হবে ।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগণের জীবন-মান উন্নয়ন ও মানুষের কষ্ট লাগবের জন্য সড়কটি সংস্কারের জন্য টাকা দিলেও ঠিকাদারের অবহেলায় মানুষ কষ্ট করবেন এটা আমরা মেনে নিব না । আমি ঠিকাদারকে নির্দেশ দিয়েছি দ্রুত কাজ শুরু করার জন্য, কাজ শুরু করতে ব্যর্থ হলে এলাকাবাসীকে দুভোর্গ দেয়ার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হবে ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন