অজেয় বাংলা ডেস্ক :
তৃণমূল থেকে নাম না এলে ইউনিয়ন-পৌরসভা বা উপজেলা পরিষদের প্রার্থীতার জন্য কেউই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন না।
দলের উপজেলা শাখা প্রস্তাবিত একটি তালিকা জেলায় পাঠাবে। পরে সেখান থেকে আসা তালিকা দেখে কেন্দ্র থেকে দেয়া হবে দলীয় মনোনয়ন ফরম। ভবিষৎতেও এই নিয়ম অব্যাহত রাখা হবে।
চারটি জেলা পরিষদ, ৯টি উপজেলা এবং ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল। দলীয় কার্যালয়ে টানানো হয়েছে একটি নোটিশও।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। সেই সভায় আমাদের প্যানেল প্রার্থিতা থাকবে। প্যানেল প্রার্থিতায় ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর এবং উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে সেটা জেলার নেতৃবৃন্দদের মাধ্যমে আমাদের কেন্দ্রিয় দপ্তরে আসবে। সেখানে যে প্রার্থিতা প্যানেল থাকবে সে অনুযায়ী আমরা আমাদের মনোনয়ন ফরম দিচ্ছি।
দলের প্রতি ত্যাগ ছাড়াও প্রার্থী বাছাইয়ে করোনায় ত্রাণ বা অনিয়মের বিষয়টিও এবার মাথায় রাখা হচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, যারা করোনার সময়ও নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে,তাদেরকে তো মনোনয়ন দেয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ একটি বড় দল, সেক্ষেত্রে কিছু সুবিধাবাদি লোক থাকতেই পারে। তবে মনোনয়নের ক্ষেত্রে যারা দলের ত্যাগী,নিবেদিত কর্মী তাদেরকেই দেয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে তালিকা করে বঞ্চিতদের মূল্যায়ন ও সুবিধাবাদীদের বাদ দেয়ার পরিকল্পনার কথা জানান আওয়ামী লীগের সবোর্চ্চ নীতি নির্ধারনী ফোরামের নেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, জাতীয় সংসদের শূন্য আসনের উপনির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে পরিবারের অবদান দেখা হয়নি। দলের নেতাকর্মীদের অবদানের কথা দেখেছেন। আগামী নির্বাচনগুলোতেও বার্তা দেয়া হয়েছে যে যারা দলের জন্য সবসময় কাজ করে গেছেন, দুঃসময়ে পাশে ছিলেন তাদেরকেই মনোনয়ন দেয়া হবে।
গেলো উপজেলা নির্বাচনে তৃণমূলের তালিকা ধরে মনোনয়ন বিতরণ শুর করেছিল। কিন্তু এতে তৃণমূলের কোন্দল প্রকাশ্য হওয়ায় সে সিদ্বান্ত থেকে সরে সবার জন্য ফরম সংগ্রহ উন্মুক্ত করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









