স্টাফ রিপোর্টার :
করোনা মহামারির কারণে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শুধু মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে। সীমিত আকারে আরতি প্রতিযোগিতা হলেও আলোকসজ্জা, মেলা, শোভাযাত্রা ও কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেশব্যাপী ২৬টি নির্দেশনা দিয়েছেন। ফেনীতেও এবার ১৪২টি থেকে কমে অনাড়ম্বরভাবে ১৩৬টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় এসব তথ্য জানিয়েছেন।
ফেনী জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে বর্ধিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
সভায় আগামী শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য এডভোকেট বিমল চন্দ্র শীল, মাস্টার দুলাল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরালাল চক্রবর্তী, হরিপদ সাহা, সদস্য নিতাই চরণ দাস, পৌর সভাপতি রাখাল চন্দ্র দাস, সদর সভাপতি তপন বসাক, দাগনভূঞা সাধারণ সম্পাদক গোপাল সাহা, ছাগলনাইয়া সহ-সভাপতি কালিপদ বিশ্বাস, পরশুরাম সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, ফুলগাজী সভাপতি দীপক বণিক ও সোনাগাজী সভাপতি সমর দাস।
শুসেন চন্দ্র শীল বলেন, এবারের দুর্গোৎসবের অনুষ্ঠানমালা পূজা-অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে। সংযত আকারে, স্বাস্থ্যবিধি মেনে পূজা ও অনুষ্ঠানাদি পরিচালনা করতে হবে।
শেষে বর্ধিত সভার সভাপতি রাজীব খগেশ দত্ত গৃহীত সিদ্ধান্তগুলো পাঠ করেন এবং সদ্য প্রয়াত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম স্মরণে শোকাবহ ব্যানার ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক আরো একটি ব্যানার টাঙ্গাতে স্ব-স্ব মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেন।
প্রসঙ্গত; এবার ফেনী জেলার সদর উপজেলায় ৪৬টি, পৌর এলাকায় ১১টি, দাগনভূঞায় ১৮টি, সোনাগাজীতে ২২টি, ফুলগাজীতে ২৮টি, পরশুরামে ৬টি ও ছাগলনাইয়ায় ৫টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু পঞ্জিকামতে এবার দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৩ অক্টোবর। সেদিন শুক্রবার, মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”