আবু ইউসুফ মিন্টু :
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগের পরশুরাম উপজেলা কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মান কাজের উদ্যোগ গ্রহন করলেন হালের নন্দিত তরুন নেতা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
পরশুরাম বাজারের মেইন রোডে নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে জরাজির্ণ একটি কক্ষে চলতো আওয়ামীলীগের দলীয় কর্মসূচী সহ সকল কর্মসুচী। ছোট এই কক্ষে আওয়ামীলীগের সুদিনের কর্মসুচী পালনে হিমশিম খেতে হয়। দলের কার্যালয়ের নেতাকর্মীদের সংকুলান হয়না। কার্যালয়ের ভিতরে স্বল্পসংখ্যক নেতাকর্মী বসার জায়গা হলেও বেশীর ভাগ নেতাকর্মীকে রাস্তায় চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে কর্মসূচীতে অংশ নিতে হয়।
উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী বারবার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল দলীয় কার্যালয়টি একটি পাকা ভবন নির্মান করে দেয়ার ।
দেশের অন্যতম বৃহত দল আওয়ামীলীগের দীর্ঘদিন টানা ক্ষমতার শাষনামলে দলের সাইনবোর্ড দিয়ে বহু বাড়ি গাড়ী,কাড়ি কাড়ি টাকার মালিক হলেও জরাজির্ন দলীয় কার্যালয় সংষ্কারের উদ্যোগ নিতে দেখা যায়নি।
নেতাকর্মীদের মনের আকাংখা ও প্রয়োজনীতা অনুধাবন করতে পেরে পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ব্যক্তি উদ্যোগে ভবন নির্মানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করেছেন।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান তিনি ব্যক্তিগত উদ্যোগে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন করে তিন তলা ভবন নির্মান করার উদ্যোগ গ্রহন করেছেন। তিনি বলেন দল করে শুধু নিজের জন্য নয় দল ও দলের নেতাকর্মী সহ সাধারন মানুষের জন্য কাজ করে যেতে চাই।
জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম জানান ১৯৮৬ সালের দিকে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বদানকারী প্রবীণ আওয়ামী লীগ নেতা জাকারিয়া ভুইয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য মুল্যবান এই জমি ক্রয় করে দিয়েছিলেন।
জানা যায় ওই সময় জমির মালিক সলিয়া গ্রামের আরজু মিয়া জমি বিক্রি করতে না চাইলে তৎকালীন সময়ে জমির ন্যায্যমূল্য পরিশোধ করার পরও আরজু সহ তার পরিবারকে ইতালি যাবার ব্যাবস্থা করে দেন জাকারিয়া ভুইয়া যাহা আওয়ামী রাজনীতি স্বরনীয় হয়ে থাকবে চিরকাল।
পরশুরাম পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন জানান পৌর মেয়রের নির্দেশনা মোতাবেক পুরাতন ভবন ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। দুইএকদিনের মধ্যে নতুন ভবন নির্মান কাজ শুরু করার কথা রয়েছে। কামাল আরো জানান নতুন ভবন নির্মান কাজের খবর শুনে বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে দেখতে ভিড় করছে। সকল নেতাকর্মীরা মেয়রের এই উদ্যেগের ভূয়সী প্রশংসা করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









