রাশিক ইলহাম :
আমার নানা ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজিজ আহম্মদ চৌধুরী। আমার পরম শ্রদ্ধার পাত্র। আজ তাঁকে নিয়ে দু’কলম লেখার সাহস করছি। তাকে নিয়ে লেখার যোগ্যতা আমার নেই। তবুও লিখছি কারণ আমার মনে হয়েছে ওনাকে শ্রদ্ধা জানানোর এটা একটা উপায়।
আমার নানার প্রায় ছয় দশকের রাজনীতির অভিজ্ঞতা ছিল। এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকাংশই আমার অবলোকন করার সুযোগ হয়নি। তবে যতটুকুই দেখেছি তা আমাকে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল। তাঁর আদর্শ, তাঁর নীতি, তাঁর দৃঢ়তা আমাকে অনুপ্রাণিত করেছিল আওয়ামী লীগকে সমর্থন করতে। আমার রাজনীতি বুঝার বয়স তখনও হয়নি। কিন্তু আমার নানা ভাইয়ের বিচক্ষণতার প্রতি পূর্ণ আস্থা ছিল এবং আজ পর্যন্ত বলতে পারি তার উপর বিশ্বাস স্থাপন ছিল আমার একটি সঠিক সিদ্ধান্ত।
আমার অত্যন্ত ছোট বয়সেই আমার নানা আমার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপন করে দিয়েছিলেন। তাঁর ঘরে তাক ভর্তি ছিল মুক্তিযুদ্ধের বই, এই বইগুলো পড়েই আমি বিস্তারিত জানতে পারি মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমার এই বিষয়ক পড়াশোনা বা আগ্রহ তাঁকে অত্যন্ত পুলকিত করত।
মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা আমাকে খুব অল্প বয়সেই শিখিয়েছে বাকস্বাধীনতার গুরুত্ব, মানুষের অধিকার আদায়ের তাৎপর্য আপোক্ষহীনতার গৌরব, এবং আমি অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি কিভাবে তিনি নিজের মধ্যে এই শিক্ষাগুলি ধারণ করেছিলেন। তিনি ছিলেন সততার প্রতিমূর্তি, সাধারণ মানুষের অধিকার আদায়ে সচেষ্ট, ন্যায় ও নীতির ক্ষেত্রে আপোষহীন, শুধু তাই নয় তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার এক অনন্য নিদর্শন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর এই আদর্শ ও মূল্যবোধে ছিলেন অটল। আর এই আদর্শ ও মূল্যবোধই তাঁকে এনে দিয়েছে অগণিত মানুষের সম্মান ও ভালোবাসা।
আমার ইচ্ছা ছিল ব্যক্তি আজিজ আহম্মদ চৌধুরী ও রাজনীতিবিদ আজিজ আহমেদ চৌধুরীকে আলাদাভাবে তুলে ধরতে। কিন্তু তাঁর ব্যক্তিগত সত্ত্বা ও রাজনৈতিক সত্ত্বা আলাদা করা সম্ভব নয়। তাঁর ছিল একটিই সত্ত্বা, তা ছিল ফেনীর আপামর জনগণের জন্য নিবেদিত।
#লেখক : সদ্য প্রয়াত ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান এর দৌহিত্র।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









