স্টাফ রিপোর্টার :
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। তিনি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সু-বাতাস ছড়িয়ে দিয়েছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার, সাম্যের, গণতন্ত্রের কথা বলতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিরীন আখতার এমপি বলেন, এখন চলছে মুজিবশতবর্ষ। সকলে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো। বঙ্গবন্ধুকে জানতে হবে, বাংলাদেশকে জানতে হবে। বঙ্গবন্ধুই বাংলাদেশ। জানতে হবে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তিনি দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখতেন। তিনি সে স্বপ্ন দেখে শোষিত মানুষের পক্ষে থাকতেন। শ্রমজীবী, গরীব মানুষের পক্ষে থাকতেন। এবং তিনি বলেছেন, বিশ্বে আজকে দুভাগে বিভক্ত। শোষণ আর শোষিত। আমি শোষিতের পক্ষে আছি। তিনি বারবার সমাজতন্ত্রের কথা বলেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন ভাত, কাপড় ও মৌলিক অধিকার পায়। রাষ্ট্রীয় যে সম্পদ তা যেন সুষম বন্টন হয়।
শিরীন আখতার এমপি বলেন, শিশুরা যেন স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে উঠতে পারে সেজন্য সবকটি স্কুলে যেন ওয়াশব্লক তৈরি হয় সেই উদ্যোগ নেয়া হবে। এছাড়া শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু স্কুলে বিল্ডিং হলে হবে না। যাতে স্কুলে নিয়মিত ক্লাস হয়। কোমলমতি শিশুরা আনন্দের সাথে পড়ালেখা করতে পারে সে বিষয় নিশ্চিত করতে হবে। তারা যেন দেশ, সমাজ, তাদের নিজেদের সম্পর্কে ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জানে এসব বিষয়ে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিবেন। সাথে সাথে তাদের মা-বাবাও সেই শিক্ষা দিতে হবে। তাহলেই গড়ে উঠবে আমাদের আগামী দিনের জাতির ভবিষ্যৎ।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার ও ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জাসদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম।

এ সময় ফুলগাজী উপজেলা জাসদ সভাপতি দুলাল বৈদ্য, সাধারণ সম্পাদক জিয়া মেম্বার, ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, পরশুরাম উপজেলা জাসদ সভাপতি মোশাররফ হোসেন মশা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে শিরীন আখতার এমপি ৮২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।
এর আগে তিনি ৪০ লাখ টাকা ব্যয়ে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ওহাব ডাক্তার বাড়ির রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন এবং ৬০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর-শনিরহাট সংলগ্ন একরাম চেয়ারম্যান সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









