স্টাফ রিপোর্টার :
ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। এ উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সারাবিশ্বের বুকে বাঙ্গালির মুখে হাসি ফোটাতে চাই। আর এই স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি।
তিনি বলেন, চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাঙ্গালি। হিন্দু এবং মুসলমান সম্প্রদায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের নিরাপত্তা প্রদানসহ সবধরনের সহযোগিতা আমরা করে যাব। তিনি মন্দির উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দিন, দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও জেলা জাসদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম।
মন্দির কমিটির সভাপতি অমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাসদ সভাপতি দুলাল বৈদ্য।
এ সময় ফুলগাজী উপজেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়া মেম্বার, ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, পরশুরাম উপজেলা জাসদ সভাপতি মোশাররফ হোসেন মশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”