স্টাফ রিপোর্টার :
ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিএনপি রুগ্ন দলে পরিণত হয়েছে। ফলে তারা রাজনীতির রেস থেকে ছিটকে পড়েছে। তারা প্রেসব্রিফিং নির্ভর দলে পরিণত হয়েছে। রাজনীতির মাঠে আছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। দেশের মানুষের আস্থা ও ভরসাস্থল জাতীয় পার্টি’।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে নবগঠিত ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মজুমদার, আবদুল ওয়াদুদ, ইউসুফ আলী, হাজী আবু সুফিয়ান, মজিবুর রহমান বাবুল, সিনিয়র সদস্য আবু তাহের মিয়াজি, সহিদ উল্যাহ সহিদ, মিজানুর রহমান।
ফেনী জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এম ইকবাল আলমগীরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. কাজী রবিউল হক রবি, ফেনী সদর জাতীয় পার্টির আহবায়ক আজিজুল রসুল মিলন, ফেনী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক খোন্দকার নুর নবী, ফেনী জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফারহানা আইরিন, ফেনী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, পরশুরাম উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাগলনাইয়া পৌর জাতীয় পার্টির আহবায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সেনা সদস্যের একটি দল ও সোনাগাজীর একটি দল প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”